Shreyas Iyer: টানা দু'দিন মাঠের বাইরে শ্রেয়স, কেকেআর শিবিরে ঘোর দুশ্চিন্তা
গতবার গোটা আইপিএলে (IPL 2024) তিনি খেলতে পারেননি। তাঁর পরিবর্তে কলকাতা নাইট রাইডার্সকে (KKR) নেতৃত্ব দিয়েছিলেন নীতীশ রানা (Nitish Rana)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে এবার মরশুম শুরুর অনেক আগেই শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) নেতৃত্বের মসনদ ফিরিয়ে দিয়েছিল কেকেআর। শাহরুখ খান, জুহি চাওলার দল শ্রেয়সকে সামনে রেখেই আইপিএলের অঙ্ক কষছিল।
কিন্তু, আইপিএল শুরুর এক সপ্তাহ আগে কি শ্রেয়সকে নিয়ে নতুন করে উদ্বেগের মেঘ তৈরি হল না কেকেআর শিবিরে?
রঞ্জি ট্রফির ম্যাচেও পুরনো চোট ভোগাচ্ছে মুম্বইয়ের তারকাকে। যে কারণে রঞ্জি ফাইনালে পুরো সময় মাঠে থাকতে পারছেন না শ্রেয়স।
বুধবার, রঞ্জি ফাইনালের চতুর্থ দিন মাঠে নামতে পারেননি শ্রেয়স। বৃহস্পতিবার ফাইনালের শেষদিনও মাঠের বাইরেই থাকতে হল কেকেআর অধিনায়ককে।
শোনা যাচ্ছে, পিঠের পুরনো চোট ফের মাথাচাড়া দিয়ে উঠেছে। যে কারণে শ্রেয়স সম্পূর্ণ ফিট নন। এমনকী, আইপিএলের শুরুর দিকে তাঁর খেলা নিয়েও প্রশ্নচিহ্ন তৈরি হয়ে গিয়েছে।
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের মাঝপথে ভারতীয় দল থেকে বাদ পড়েছিলেন শ্রেয়স। তারপর থেকেই তিনি মাঠের বাইরে ছিলেন। বিতর্কও কম হয়নি। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে জানানো হয় যে, শ্রেয়সকে ঘরোয়া ক্রিকেট খেলতে বলা হয়েছিল। কিন্তু তিনি নাকি চোট রয়েছে বলে মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফিতে খেলেননি। তারপর বোর্ডের কেন্দ্রীয় বার্ষিক চুক্তির তালিকা থেকেও তাঁর নাম ছেঁটে ফেলা হয়। যা নিয়ে বিতর্কে নতুন করে ঘৃতাহুতি পড়ে।
তবে রঞ্জি ট্রফির ফাইনালে মুম্বই দলে রয়েছেন তিনি। মুম্বইয়ের ব্যাটিংকে ভরসাও দিয়েছেন। ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম ইনিংসে রান পাননি। মাত্র সাত রান করে ফেরেন। তবে দ্বিতীয় ইনিংসে চাপের মুখে ৯৫ রানের ঝকঝকে ইনিংস খেলেন শ্রেয়স।
ঘটনা হচ্ছে, সেই ইনিংসে দুবার মুম্বইয়ের ফিজিওকে ডেকে শুশ্রূষা করাতে হয় শ্রেয়সকে। শোনা যাচ্ছে, যে চোটের জন্য অস্ত্রোপচার করাতে হয়েছিল শ্রেয়সের, সেই চোটই ফের ভোগাচ্ছে। মুম্বই দলের কেউ কেউ ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, শ্রেয়সের পিঠের অবস্থা খুব একটা আশাপ্রদ নয়। এমনকী, আইপিএলের শুরুর দিকে তিনি নাও খেলতে পারেন।
শোনা যাচ্ছে, বুধবার, রঞ্জি ফাইনালের চতুর্থ দিন স্ক্যান করাতে একটি হাসপাতালে দৌড়তে হয়েছিল শ্রেয়সকে। শোনা যাচ্ছে, ৩০-৪০ মিনিট ক্রিজে ব্যাটিং করলেই তাঁর পিঠের ব্যথা হচ্ছে। যে কারণে চলতি মরশুমে মুম্বইয়ের হয়ে দুটি রঞ্জি ম্যাচে খেলতে পারেননি তিনি। কেকেআরের জার্সিতেও টুর্নামেন্টের শুরুর দিকে অন্তত নাও খেলতে পারেন শ্রেয়স। ছবি - পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -