Shubman Gill Records: ২৩-এ পা দিলেন শুভমন গিল, এক নজরে ভারতীয় তরুণের সেরা কয়েকটি রেকর্ড

Shubman Gill: জিম্বাবোয়ের বিরুদ্ধে সচিনের দীর্ঘদিনের রেকর্ড ভাঙা থেকে অল্প বয়সে শতরান হাঁকিয়ে যুবরাজ সিংহ, বিরাট কোহলিদের সঙ্গে একই সারিতে সামিল হওয়া। এক নজরে গিলের দারুণ কয়েকটি রেকর্ড।

ভারতীয় জর্সিতে শুভমন গিল (ছবি: গিলের ট্যুইটার)

1/8
ভারতীয় ক্রিকেট দলের ভবিষ্যৎ হিসাবে গণ্য করা হয় শুভমন গিলকে। আজ সেই তরুণ ভারতীয় তারকার ২৩তম জন্মদিন।
2/8
নিজের ছোট্ট কেরিয়ারে ইতিমধ্যেই বেশ কয়েকটি রেকর্ড নিজের নামে করে ফেলেছেন পঞ্জাবের ব্যাটার।
3/8
সদ্যই জিম্বাবোয়ে সিরিজে ভারতের হয়ে দারুণ খেলেছেন গিল। জিম্বাবোয়ের বিরুদ্ধে ওয়ান ডেতে গিলের করা ১৩০ রানই কোনও ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ রানের ইনিংস।
4/8
এই শতরানের সুবাদে তৃতীয় কণিষ্ঠতম ভারতীয় ব্যাটার হিসাবে বিদেশের মাটিতে ওয়ান ডেতে ১০০ করার কৃতিত্ব নিজের দখলে আনেন গিল।
5/8
জিম্বাবোয়ে সিরিজে ২৪৫ ও তার আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ২০৫ করেন গিল, পরপর সিরিজে এটাই সর্বোচ্চ রান।
6/8
ভারতের হয়ে কেরিয়ারের প্রথম ১০টি ওয়ান ডে ম্যাচে গিলই সর্বাধিক ৪৯৯ রান করেছেন।
7/8
২০১৮ সালে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের পরেই কলকাতা নাইট রাইডার্স গিলকে চুক্তিবদ্ধ করে।
8/8
২০১৯ সালে পঞ্জাবের বিরুদ্ধে ৬৫ রানের ইনিংসের সুবাদে প্রথম ব্যাটার হিসাবে ২০ বছর হওয়ার আগেই আইপিএলে চারটি অর্ধশতরান করে নজির গড়েন গিল।
Sponsored Links by Taboola