Sikandar Raza: পাকিস্তানে জন্ম, বেড়ে ওঠা, জিম্বাবোয়ে সফরে ভারতীয় দলের কাঁটা হয়ে উঠতে পারেন!
সিকন্দর রাজা। ক্রিকেট বিশ্বের শিরোনামে উঠে এসেছে এই নাম। কে এই সিকন্দর রাজা?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবাংলাদেশের বিরুদ্ধে জিম্বাবোয়েকে কার্যত একার কাঁধে করে সিরিজ জিতিয়েছেন। ব্যাটে হোক বা বল হাতে, তিনিই এখন জিম্বাবোয়ে ক্রিকেটের সেরা মুখ।
পাকিস্তানের শিয়ালকোটে জন্ম সিকন্দরের। পুরো নাম সিকন্দর রাজা বাট।
পাকিস্তানেই পড়াশোনা, বেড়ে ওঠা। ক্রিকেট ভালবাসতেন। তবে ক্রিকেটকে পেশা করবেন, ভাবেননি।
পাকিস্তান বিমানবাহিনীর প্রবেশিকা পরীক্ষায় বসেছিলেন। উত্তীর্ণ হয়ে ট্রেনিংও শুরু করেন।
কিন্তু কোর্সের তৃতীয় বছরে এসে দৃষ্টিশক্তির সমস্যার জন্য বাদ পড়েন। সিকন্দরের জীবন বইতে শুরু করে নতুন খাতে।
এরপর গ্লাসগো ক্যালেডোনিয়ান বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি। সেখানেই পড়াশোনার পাশাপাশি পেশাদারি স্তরে ক্রিকেট খেলার শুরু।
২০০২ সাল থেকে সিকন্দরের বাবা-মা জিম্বাবোয়ের বাসিন্দা। সিকন্দরও পরে বাবা-মার কাছে যান। ২০০৭ সালে জিম্বাবোয়ের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক।
কাকতালীয় হলেও, সিকন্দরের টেস্ট অভিষেক জন্মভূমি পাকিস্তানের বিরুদ্ধেই। ২০১৩ সালের সেই ম্যাচের প্রথম ইনিংসে হাফসেঞ্চুরিও করেছিলেন।
জিম্বাবোয়ের হয়ে ১৭টি টেস্ট, ১১৭টি ওয়ান ডে ও ৫৮টি টি-টোয়েন্টি খেলেছেন সিকন্দর। টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে ও বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ সেরার স্বীকৃতি পেয়েছেন। ভারতেরও কাঁটা হতে পারেন। ছবি - সিকন্দর রাজার ট্যুইটার থেকে নেওয়া
- - - - - - - - - Advertisement - - - - - - - - -