Har Ghar Tiranga Campaign : উপত্যকায় জাতীয় পতাকা নিয়ে মিছিল পড়ুয়াদের, ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচির প্রচারাভিযান দেশজুড়ে
স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচির ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষিত ‘অমৃত মহোৎসব’-এর অন্তর্ভুক্ত এই কর্মসূচি। এর আওতায় শুধু বাড়ির ছাদে পতাকা তোলাই নয়, ফেসবুক, ট্যুইটার-সহ সোশ্যাল মিডিয়া প্রোফাইলও জাতীয় পতাকায় শোভিত করার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী।
‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচি উপলক্ষে স্বাধীনতা দিবসের আগে দেশের বিভিন্ন প্রান্তে জাতীয় পতাকা হাতে দেখা গেলে দেশবাসীকে
‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচির অঙ্গ হিসেবে মুম্বইয়ে জাতীয় পতাকা বিতরণ করলেন বিএমসি-র আধিকারিকরা।
'হর ঘর তেরঙ্গা' প্রচারের অংশ হিসাবে গাজিয়াবাদের একটি রাস্তার গার্ডরেলে জাতীয় পতাকা লাগান কর্মীরা
'হর ঘর তেরঙ্গা' প্রচারাভিযানের সময় জাতীয় পতাকা হাতে গতকাল স্বেচ্ছাসেবকদের দেখা যায় জলপাইগুড়িতে
জম্মুতে 'হর ঘর তেরঙ্গা' প্রচারের অংশ হিসেবে স্কুলের শিশুরা 'তেরঙ্গা র্যালিতে' অংশ নেয়।
শ্রীনগরের লালচকে বাইক চালিয়ে 'তেরঙ্গা র্যালি' করেন সিআরপিএফ জওয়ানরা
মহারাষ্ট্রের সোলাপুর জেলায় গত বুধবার 'হর ঘর তেরঙ্গা' সমাবেশে অংশগ্রহণ করেন সাধারণ মানুষ
গুজরতারে সুরাতে জাতীয় পতাকা হাতে 'হর ঘর তেরঙ্গা' র্যালিতে দেখা যায় বহু মানুষকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -