Sohail Tanveer: ধোনিদের ধ্বংস করে দিয়েছিলেন, অবসর নিলেন রাজস্থানকে আইপিএল জেতানো পাক পেসার
আইপিএলের (IPL) সেরা বোলিং ফিগার এখনও তাঁর দখলে। আইপিএলের উদ্বোধনী মঞ্চেই কীর্তির শিখর ছুঁয়েছিলেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন সেই পাকিস্তানি পেসার সোহেল তনবীর (Sohail Tanveer)।
প্রথমবার আইপিএলের আসরে সকলের নজর কেড়ে নিয়েছিলেন বাঁহাতি পাক পেসার। বল হাতে তিনি রাজস্থান রয়্যালসের খেতাব জয়ে বড় অবদান রেখেছিলেন।
২০০৮ সালের ওই আসরে ১১ ম্যাচে মোট ২২টি উইকেট নিয়েছিলেন পাকিস্তানের বাঁহাতি পেসার। পেয়েছিলেন টুর্নামেন্টের সর্বাধিক উইকেট শিকারির সম্মান।
তবে তনবীর সবচেয়ে বেশি নজর কেড়েছিলেন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে লিগ পর্বের প্রথম ম্যাচে। মাত্র ১৪ রানের বিনিময়ে তুলে নিয়েছিলেন ৬টি উইকেট। তাঁর সেই বিধ্বংসী বোলিং পারফরম্যান্স আজও আইপিএলের সেরা বোলিং পারফরম্যান্স।
মুম্বইয়ের জঙ্গি হামলার পর থেকেই আইপিএলে পাকিস্তানি ক্রিকেটাররা ব্রাত্য। তাই তনবীরকে পরের দিকে আর আইপিএলে দেখা যায়নি।
আন্তর্জাতিক ক্রিকেটে অবশ্য নজরকাড়া কিছু করেননি।
পাকিস্তানের হয়ে ২টি টেস্টে ৫ উইকেট নিয়েছিলেন।
৬২ ওয়ান ডে খেলে নিয়েছিলেন ৭১ উইকেট।
৫৭ টি-টোয়েন্টি ম্যাচে নিয়েছিলেন ৫৪ শিকার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -