Sourav-Dona Ganguly: লন্ডনের রাস্তায় স্ত্রী ডোনার সঙ্গে সৌরভ, 'রব নে বনা দি জোড়ি', বলছেন নেটিজেনরা
সদ্য পঞ্চাশ বছর পূর্ণ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি আপাতত রয়েছেন ইংল্যান্ডে। সেখানেই ছুটি কাটাচ্ছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appডোনাও রয়েছেন লন্ডনে। মেয়ে সানা সেখানেই পড়াশোনা করছেন। তাই ডোনাও মাঝেমধ্যে চলে যান মেয়ের কাছে।
বুধবার সৌরভ ও ডোনাকে দেখা গেল লন্ডনের রাস্তায়। ওয়েস্টমিনস্টারে তোলা সৌরভ-ডোনার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দুজনের ছবি দেখে নেটিজেনরা মুগ্ধ। অনেকেই লিখেছেন, 'এ যেন রব নে বনা দি জোড়ি...'
বুধবার (১৩ জুলাই) ব্রিটিশ পার্লামেন্টেই সংবর্ধনা দেওয়া হয় বিসিসিআই প্রেসিডেন্টকে। কেন? কারণ এদিনই লর্ডসে ভারতের ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের ২০ বছর পূর্তি হল। সেই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন সৌরভ ও ডোনা।
১৩ জুলাই, ২০০২, এই দিনটা ভারতীয় ক্রিকেটের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে। লর্ডসের ব্যালকনিতে ন্যাটওয়েস্ট ট্রফির (Natwest Trophy) ফাইনাল জয়ের পর তৎকালীন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) জার্সি খুলে কথা আজও সকল ভারতবাসীর মনের তাজা। দুই দশক পরে ঠিক সেই দিনেই ব্রিটিশ পার্লামেন্টের তরফে বিশেষ সংবর্ধনা (Sourav Ganguly Felicitated) দেওয়া হল সৌরভকে।
এই সম্মান পেয়ে উচ্ছ্বসিত সৌরভ জানান ছয় মাস আগেই তাঁর সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা হয়েছিল। তিনি বলেন, ''বাঙালি হিসেবে আমায় ব্রিটিশ পার্লামেন্টের তরফে সংবর্ধনা দেওয়া হয়। পার্লামেন্টেই আমায় সংবর্ধিত করা হয়। ওরা ছয় মাস মতো আগে আমার সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করেছিল। প্রতি বছরই ওদের তরফে কাউকে না কাউকে এই সংবর্ধনা দেওয়া হয় এবং ভাগ্যবশত এবার আমায় ওরা নির্বাচিত করেছে।''
সেই ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালের স্মৃতি কিন্তু সৌরভও এখনও স্পষ্ট মনে রেখেছেন। পাশাপাশি চলতি ভারত-ইংল্যান্ড সিরিজে (India vs England) রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়ার পারফরম্যান্সেও খুব খুশি সৌরভ। তিনি জানান, 'আমি ইনস্টাগ্রাম থেকে এই বিষয়টা (২০ বছর আগে লন্ডনেই ন্যাটওয়েস্ট ট্রফি জয়) জানতে পারি। ২০ বছর হয়ে গেল। অনেকটা সময় কেটে গিয়েছে না? ইংল্যান্ডের ঘরের মাঠে ইংল্যান্ডকে হারানোর থেকে ভাল আর কিছুই হতে পারে না। এই ভারতীয় দলও সেটা করতে সক্ষম হয়েছে। ওরা ইতিমধ্যেই টি-টোয়েন্টি সিরিজ জিতেছে। ওয়ান ডে সিরিজেও ১-০ এগিয়ে রয়েছে।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -