Sourav-Dona Anniversary: এক দুজে কে লিয়ে... সৌরভ-ডোনার বিয়ের ২৫ বছর পার
দেখতে দেখতে ২৫ বছর কেটে গেল। ২১ ফেব্রুয়ারি, ১৯৯৭। দীর্ঘদিনের প্রেমিকা ডোনা রায়কে (Dona) বিয়ে করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতারপর কেটে গিয়েছে ২৫ বসন্ত। দুজনের প্রেমে ভাঁটা পড়েনি। এখনও যেন এক দুজে কে লিয়ে...
সোমবার ছিল ২১ ফেব্রুয়ারি। সৌরভ-ডোনার ২৫তম বিবাহবার্ষিকী। বিশেষ এই দিনটি স্ত্রীর সঙ্গে কাটাতে লন্ডন উড়ে গিয়েছেন সৌরভ।
বিয়ের রজতজয়ন্তীতে দুজনে একসঙ্গে ডিনারে গেলেন। পরে সেই ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। মুহূর্তে তা ভাইরাল হল। গঙ্গোপাধ্যায় দম্পতিকে ঘিরে শুভেচ্ছাবার্তার বন্যা।
লন্ডনে পড়াশোনা করছেন সৌরভ-ডোনার একমাত্র কন্যা সানা। ডোনাও মেয়ের সঙ্গে লন্ডনে থাকছেন। সানাকে ভর্তি করার সময় সৌরভও গিয়েছিলেন। পরে ফিরে আসেন। ডোনা থেকে যান লন্ডনেই। মেয়ের সঙ্গে।
বড়দিনের ছুটিতে বাড়ি ফিরেছিলেন সানা। কিন্তু তখনই করোনা আক্রান্ত হন সৌরভ। পরে সানারও কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। সেই থেকে কলকাতায় ছিলেন ডোনা ও সানা।
তবে করোনার তৃতীয় ঢেউ স্তিমিত হওয়ার পরই লন্ডনে ফিরে গিয়েছেন সানা। মেয়ের সঙ্গে গিয়েছেন ডোনাও।
এদিকে সৌরভ ছিলেন দেশেই। দাদাগিরির শ্যুটিং ছিল। ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) প্রেসিডেন্ট হিসাবেও তাঁর সামনে ছিল একাধিক কাজ। আইপিএলের নিলাম, দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ।
যার মধ্যে টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচই ছিল ইডেনে। সৌরভের নিজের রাজ্য সংস্থা। ম্য়াচ আয়োজনের একটা বড় দায়িত্ব ছিল সৌরভের ওপরও। ইডেনে তিনটি ম্যাচেই মাঠে হাজির ছিলেন সৌরভ।
তবে রবিবার ভারত-ওয়েস্ট ইন্ডিজ শেষ টি-টোয়েন্টি ম্যাচের পরই সৌরভ উড়ে গিয়েছেন লন্ডনে। বিবাহবার্ষিকী স্ত্রীর সঙ্গে কাটাতে। সোমবার দুজনে ডিনার করেন একটি নামী চিনা রেস্তোরাঁয়। সেই ছবিই সোশ্যালে ভাইরাল। আপাতত লন্ডনেই ছুটি কাটাবেন সৌরভ। মার্চের প্রথম সপ্তাহে ফিরবেন দেশে। তারপর আইপিএল নিয়ে ব্যস্ততা শুরু হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -