Sourav Ganguly: বাংলাদেশে কী নিয়ে কথা হল শেখ হাসিনা-সৌরভের?
শুক্রবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে কিছু ছবি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সঙ্গে সৌরভের স্ত্রী ডোনাও (Dona Ganguly)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকী নিয়ে কথা হল বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে? বাংলাদেশের সংবাদমাধ্যমকে নিজেই জানিয়েছেন সৌরভ। বলেছেন, 'আপনাদের প্রধানমন্ত্রী আমার ফেভারিট মানুষ। কোনও কাজে আসিনি। এমনি দেখা করলাম। অসাধারণ মানুষ। ক্রিকেট নিয়েও কথা হয়েছে।'
সৌরভ বলেছেন, 'আমার সঙ্গে পাপন ভাইও ছিলেন। বাংলাদেশে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলবে। উনি (শেখ হাসিনা) এত ব্যস্ত, সারা বাংলাদেশের মানুষের কথা ভাবতে হয়। তারপরেও খেলাধুলোয় খুব আগ্রহ।'
সৌরভ যোগ করেছেন, 'আমার কোভিড পরীক্ষা করেছিলাম। উনি বলেন ব়্যাপিড টেস্ট করিয়ে নিয়ে আসতে। এই ছোট্ট জিনিসগুলো মনে রাখেন। সেই জন্যই এত বড় জায়গায় পৌঁছেছেন।'
বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলকে নিয়েও ইতিবাচক কথা বলেছেন সৌরভ। বলেছেন, 'বাংলাদেশ খুব ভাল দল। ৫-৬ বছর আগেও ভারতকে সিরিজ হারিয়েছে। পাপন ভাই বলছিলেন, আমরা সবাইকে হারিয়েছি, শুধু ইংল্যান্ডকে হারাতে পারিনি। আমি বলেছি ঠিকমতো খেললে ইংল্যান্ডকেও হারিয়ে দেবেন।'
সৌরভ বলেছেন, 'বাংলাদেশ দারুণ দল। ১৭ কোটির দেশ থেকে কত ভাল ভাল ক্রিকেটার উঠে আসছে। শাকিবের মতো ক্রিকেটার খেলেছে। মুশফিকুর রয়েছে। শান্ত ভাল খেলছে। আমি বাংলাদেশের খেলার খবর রাখি তো। দেখি। বাংলাদেশের উন্নতি দেখে আমার ভাল লাগে। কারণ ২০০০ সালে টেস্ট অধিনায়ক হিসাবে আমার প্রথম ম্যাচ ছিল বাংলাদেশের বিরুদ্ধেই।'
সৌরভ যোগ করেছেন, 'ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ছিলাম। সারাক্ষণই খেলার সঙ্গে ছিলাম। সামনে আইপিএল। দিল্লির ক্রিকেটটা দেখব। শাকিব আল হাসান আইপিএলে বরাবর ভাল খেলেছে। কেকেআরের বিজয়ী দলে ছিল। মুস্তাফিজুর সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল জিতেছিল।'
চলতি বছরে ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ। সেখানে বাংলাদেশের সম্ভাবনা কী রকম? সৌরভ বলেছেন, 'সেমিফাইনালে বাংলাদেশকে দেখছি। পেসার ও স্পিনারদের ফর্ম ভাল থাকলে শেষ চারে যাবে।'
সৌরভ আরও বলেছেন, 'দেশের হয়ে খেলা খুব গর্বের। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট অনেকের সামনে দরজা খুলে দিয়েছে। রোজগার হয়। খেলার উন্নতিও হয়। আগে তো আন্তর্জাতিক ক্রিকেট ছাড়া বড় ক্রিকেটারদের বিরুদ্ধে খেলার সুযোগই ছিল না। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট সেই সুযোগটা দিয়েছে।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -