IND vs WI: প্রতিপক্ষের কাঁধে মাথা, ইডেনে ভাইরাল সূর্যকুমার-পোলার্ডের ছবি
টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হারিয়েছে ভারতীয় ক্রিকেট দল। যেখানে এর আগে ভারতও ওয়ানডে সিরিজে ক্লিন সুইপ করেছিল। ভারতীয় দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সূর্যকুমার যাদব।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদ্রুত ব্যাটিং করে ঝড়ো হাফ সেঞ্চুরি করেন তিনি। ম্যাচ চলাকালীন একটি আকর্ষণীয় দৃশ্য দেখা গেল। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক পোলার্ডের কাঁধে মাথা রেখে ঘুমাতে দেখা গেছে সূর্যকুমারকে।
আসলে সূর্যকুমার ম্যাচের পর নিজের এবং পোলার্ডের দুটি ছবি টুইটারে শেয়ার করেছেন। এতে তিনি ক্যাপশন লিখেছেন, অ্যান্ড দ্য ব্রাদারহুড কন্টিনিউজ। সূর্যকুমারের এই ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ পছন্দ হয়েছে সবার।
পোলার্ড ও সূর্যকুমারের বন্ধুত্ব খুবই গভীর। এই দুই খেলোয়াড়ই আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেন।
ওযেস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন সূর্যকুমার যাদব। চার নম্বরে নিজের নামের প্রতি সুবিচার করেছেন।
ম্যাচ ও সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন সূর্যকুমার যাদব। শেষ টি-টোয়েন্টি ম্যাচে অর্ধশতরান করেছেন তিনি।
ম্যাচ চলাকালীন পোলার্ড যখন আম্পায়ারের সাথে কথা বলছিলেন তখন সূর্যকুমার তার কাছে এসে তার কাঁধে মাথা রাখেন। সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি বেশ লাইক পড়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -