IND vs WI 3rd T20I: ওপেনার সূর্যের পরাক্রমে জয় ভারতের, চিন্তা বাড়াচ্ছে শ্রেয়সের ফর্ম
সূর্যকুমার যাদবের ৭৬ রানের দুর্দান্ত ইনিংলের সুবাদে ভারতীয় দল এক ওভার ও ৭ উইকেট বাকি থাকতেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি জিতে সিরিজে এগিয়ে যায়।
৭৬ রানের ইনিংসের দৌলতে ম্যাচ সেরা হন সূর্যকুমার যাদব (ছবি: সূর্যকুমারের টুইটার)
1/10
তৃতীয় টি-টোয়েন্টিতে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।
2/10
ব্যাট করতে নেমে শুরুটা ভালই করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার ব্রেন্ডন কিং ও কাইল মেয়ার্স।
3/10
বল হাতে ভারতকে প্রথম সাফল্য এনে দেন হার্দিক পাণ্ড্য, ভাঙেন ওয়েস্ট ইন্ডিজের অর্ধশতরানের ওপেনিং পার্টনারশিপ।
4/10
কিং আউট হলেও কাইল মেয়ার্স দুর্দান্ত কিন্তু নিজের দাপুটে ইনিংস চালিয়ে যান। ৭৩ রানের এক সুন্দর ইনিংস খেলেন তিনি।
5/10
হেটমায়ার-পাওয়েলের দৌরাত্ম্যে শেষ ৪ ওভারে ৪২ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। ২০ ওভার শেষে দলের স্কোর হয় ১৬৪/৫।
6/10
ম্যাচে ভারতের হয়ে ৩৫ রানের বিনিময়ে দুই উইকেট নিয়ে সফলতম বোলার ভুবনেশ্বর কুমার।
7/10
তবে টিম ইন্ডিয়ার ব্যাটিং ইনিংসের শুরুটা ভাল হয়নি। শুরুতেই চোট পেয়ে রিটায়ার্ড হার্ট হন দলের অধিনায়ক রোহিত শর্মা।
8/10
তবে রোহিত ফিরে যাওয়ার পর শ্রেয়স আইয়ার ও সূর্যকুমার যাদব ৮৬ রানের পার্টনারশিপে পরিস্থিতি সামলে নেন।
9/10
সমালোচকদের জবাব দিয়ে ওপেনার সূর্যকুমার যাদব ৪৪ বলে ৭৬ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। ম্যাচ সেরাও হন তিনি।
10/10
সূর্য আউট হলেও পন্থ শেষ পর্যন্ত টিকে থেকে ভারতকে জয় এনে দেন। তবে জিতলেও এদিন শ্রেয়সের ব্যাটিং চাপে রাখবে ভারতকে। ২৪ রান করলেও ছন্দে দেখায়নি শ্রেয়সকে।
Published at : 03 Aug 2022 03:27 PM (IST)