T20 WC 2022: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নজরে এই পাঁচ ভারতীয় ব্যাটার
এশিয়া কাপেই ৭১তম শতরানের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়েছেন বিরাট কোহলি। তারপর থেকেই ছন্দে রয়েছেন বিরাট।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএমনিতেই বরাবর কোহলির দিকে স্পটলাইট থাকে। ইনফর্মের কোহলির দিকে নজর থাকাটা তাই খুবই স্বাভাবিক।
গত বছরই ভারতের হয়ে অভিষেক ঘটিয়েছিলেন সূর্যকুমার যাদব। তারপর থেকে অল্প সময়ের মধ্যেই দলের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছেন সূর্য।
নিজের সর্বকালের সেরা ফর্মে থাকা সূর্য আইসিসির বিচারে বর্তমানে ভারতের সেরা টি-টোয়েন্টি ব্যাটার। তাই তাঁর দিকে নজর থাকবেই।
ভারতীয় দলকে ভারসাম্য প্রদান করে হার্দিক পাণ্ড্যর অলরাউন্ড দক্ষতা।
বোলিং বিকল্প হিসাবে তো বটেই, দলের মিডল অর্ডারে ব্যাট হাতেও হার্দিকের গুরুত্ব অপরিশীম।
সীমিত ওভারের ক্রিকেটে শেষের ওভারে দ্রুত রান করা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক সেই কাজটায় করেন 'ফিনিশার' দীনেশ কার্তিক।
হালে একাধিক ম্য়াচে শেষের দিকে মাঠে নেমে হয় গুরুত্বপূর্ণ ছোট রানের ইনিংস খেলা বা অপরপ্রান্তে শেষ পর্যন্ত টিকে থেকে দলের জয় সুনিশ্চিত, উভয়ই করেছেন কার্তিক। বিশ্বকাপে তাঁর পারফরম্যান্সের দিকে কিন্তু সকলেরই নজর থাকবে।
ভারতীয় দলের 'রানমেশিন' কেএল রাহুল। ফর্মে থাকলে রাহুলকে আটকানো কার্যত অসম্ভব।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রাহুলও তিন ম্যাচে দুইটি অর্ধশতরান করে ফর্মে ফেরার আভাস দিয়ে রেখেছেন। তাই রাহুলকে ভুলে গেলে কিন্তু চলবে না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -