T20 WC 2022: গত বছর বিশ্বকাপে সুযোগ পেলেও, এ বছরের ভারতীয় স্কোয়াড নেই এই তারকারা
গত মরসুমে আইপিএলে কেকেআরের হয়ে ভাল পারফর্ম করে বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছিলেন বরুণ চক্রবর্তী। তবে বিশ্বকাপে নিজের সেরাটা দিতে পারেননি তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসেই বিশ্বকাপের পর থেকে ভারতীয় দলে সুযোগও পাননি বরুণ। স্বাভাবিকভাবেই তিনি আসন্ন বিশ্বকাপে ভারতীয় দলে নেই।
ঈশান কিষাণ গত বিশ্বকাপে ভারতের হয়ে খেলেছিলেন। আসন্ন সময়েও কয়েকটি সিরিজে তাঁকে খেলতে দেখা গিয়েছে জাতীয় দলের হয়ে।
তবে কিষাণের বদলে ভারতীয় দল কিপার-ব্যাটার হিসাবে ঋষভ পন্থ ও দীনেশ কার্তিককে বিশ্বকাপ দলে সুযোগ দিয়েছে।
গত বছর স্কোয়াডে থাকা আরেক স্পিনার রাহুল চাহারও এ বছরে ভারতীয় দলে সুযোগ পাননি।
চাহারের বদলে যুজবেন্দ্র চাহালকেই একমাত্র লেগ স্পিনার হিসাবে সুযোগ দেওয়া হয়েছে। এমনকী দলের স্ট্যান্ড বাইতেও নেই রাহুল চাহার।
শার্দুল ঠাকুরকেও এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ দেওয়া হয়নি।
হার্দিক পাণ্ড্যই একমাত্র পেস বোলিং অলরাউন্ডার হিসাবে দলে রয়েছেন। শার্দুল হালে ভারতীয় টি-টোয়েন্টি দলের হয়ে কোনও সিরিজেও সুযোগ পাননি।
মহম্মদ শামি গত বছর ভারতের প্রধান স্কোয়াডের সদস্য ছিলেন বটে। তবে এবার তাঁকে প্রধান স্কোয়াডে রাখা হয়নি। বরং, স্ট্যান্ড বাইতে রয়েছেন অভিজ্ঞ ফাস্ট বোলার।
রবীন্দ্র জাডেজাও এই বিশ্বকাপে সুযোগ পাননি। অবশ্য তাঁর সুযোগ না পাওয়ার কারণ হল চোট। চোট না থাকলে জাডেদডা হয়তো ভারতীয় দলে সুযোগ পেতেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -