T20 WC: ওয়ান ডে বিশ্বচ্যাম্পিয়নদের হাতেই কি উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপ?
দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ একে অপরের মুখোমুখি হলেই ক্রিকেট মাঠে দুরন্ত কিছু মুহূর্ত তৈরি হয়। প্রতিদ্বন্দ্বিতার নতুন নতুন সব অধ্যায় লেখা হয়েছে দুই দলের দ্বৈরথে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appটি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) অস্ট্রেলিয়াকে একপেশেভাবে ৮ উইকেটে হারিয়ে দিল ইংল্যান্ড। সেই সঙ্গে গ্রুপ এ-র পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলেন অইন মর্গ্য়ানরা।
দলের জয়ে ব্যাট হাতে সবচেয়ে বড় অবদান রাখলেন জস বাটলার।
৩২ বলে ৭১ রান করে অপরাজিত রইলেন তিনি।
অস্ট্রেলিয়ার ১২৫ রান তাড়া করতে নেমে মাত্র ১১.৪ ওভারে ২ উইকেট খুইয়ে লক্ষ্যে পৌঁছে গেল ইংল্যান্ড।
অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে যে দাপট দেখে বলাবলি শুরু হয়ে গিয়েছে, ওয়ান ডে চ্যাম্পিয়নদের হাতেই না এবার টি-টোয়েন্টিতেও বিশ্বসেরার ট্রফি ওঠে।
ম্যাচে প্রথমার্ধে দাপট দেখালেন ইংরেজ বোলাররা। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া অল আউট হয়ে যায় মাত্র ১২৫ স্কোরে।
ব্যাট হাতে লড়াই করলেন একমাত্র অ্যারন ফিঞ্চ। অজি অধিনায়ক করলেন ৪৯ বলে ৪৪ রান।
জবাবে ব্যাট করতে নেমে দাপট দেখালেন ইংরেজ ব্যাটাররা।
অস্ট্রেলিয়ার তিন তারকা পেসার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জস হ্যাজলউড কোনও প্রভাব ফেলতে পারেননি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -