T20 WC Final: টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে নজরে এই পাঁচ
গোটা সুপার ১২-এ ফর্মে ছিলেন না বাবর। তবে সেমিফাইনালেই পরিপক্ক অর্ধশতরান করে ফর্মে ফেরার আভাস দিয়েছেন বাবর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবড় ম্যাচে পাকিস্তান অধিনায়কের দিকে নজর থাকবেই।
সুপার ১২-এ ব্যর্থতার পর বাবরের মতো সেমিফাইনালে ফর্মে ফিরেছেন তাঁর ওপেনিং পার্টনার মহম্মদ রিজওয়ানও।
পাকিস্তানের সাফল্যে তাঁদের ওপেনিং পার্টনারশিপ কতটা গুরুত্বপূর্ণ, তা আলাদা করে বলে দিতে হয় না। তাই বাবরের পাশাপাশি নজরে থাকবেন রিজওয়ানও।
সেমিফাইনালে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারও অর্ধশতরান করেছিলেন। টুর্নামেন্টের অন্যতম সর্বোচ্চ রানসংগ্রাহ তিনি।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়েও রয়েছেন বাটলার। তাই তাঁর দিকে নজর থাকাটাই স্বাভাবিক।
সেমিফাইনালে চোটের কারণে খেলতে পারেননি মার্ক উড। তবে ফাইনালে উডের দলে ফেরার সম্ভাবনা প্রবল। তাঁর দিকে নজর থাকবেই।
নিজের গতির মাধ্যমে যে কাউকে সমস্যায় ফেলতে পারেন উড। ফাইনালে কিন্তু তিনি জ্বলে উঠতেই পারেন।
চোটের জেরে টুর্নামেন্টের আগে বেশ কয়েকদিন মাঠের বাইরে ছিলেন শাহিন আফ্রিদি। শুরুতে কিছুটা অফফর্মে থাকলেও, যত টুর্নামেন্ট গড়িয়েছে ততই বল হাতে আগুন জ্বেলেছেন শাহিন।
সেমিফাইনালে দুই উইকেট নিয়েছিলেন তিনি। ফাইনালেও বল হাতে পাকিস্তানের বড় ভরস শিহানিই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -