T20 WC Final: টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে নজরে এই পাঁচ
PAK vs ENG: সেমিফাইনালে ফর্মে ফিরেছেন দুই পাকিস্তান তারকা। চোট সারিয়ে ফাইনালে নামতে প্রস্তুত ইংরেজ তারকা। বিশ্বকাপ ফাইনালে নজরে কারা?
ফাইনালে নজরে কারা? (ছবি: পাকিস্তান ক্রিকেট ট্যুইটার)
1/10
গোটা সুপার ১২-এ ফর্মে ছিলেন না বাবর। তবে সেমিফাইনালেই পরিপক্ক অর্ধশতরান করে ফর্মে ফেরার আভাস দিয়েছেন বাবর।
2/10
বড় ম্যাচে পাকিস্তান অধিনায়কের দিকে নজর থাকবেই।
3/10
সুপার ১২-এ ব্যর্থতার পর বাবরের মতো সেমিফাইনালে ফর্মে ফিরেছেন তাঁর ওপেনিং পার্টনার মহম্মদ রিজওয়ানও।
4/10
পাকিস্তানের সাফল্যে তাঁদের ওপেনিং পার্টনারশিপ কতটা গুরুত্বপূর্ণ, তা আলাদা করে বলে দিতে হয় না। তাই বাবরের পাশাপাশি নজরে থাকবেন রিজওয়ানও।
5/10
সেমিফাইনালে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারও অর্ধশতরান করেছিলেন। টুর্নামেন্টের অন্যতম সর্বোচ্চ রানসংগ্রাহ তিনি।
6/10
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়েও রয়েছেন বাটলার। তাই তাঁর দিকে নজর থাকাটাই স্বাভাবিক।
7/10
সেমিফাইনালে চোটের কারণে খেলতে পারেননি মার্ক উড। তবে ফাইনালে উডের দলে ফেরার সম্ভাবনা প্রবল। তাঁর দিকে নজর থাকবেই।
8/10
নিজের গতির মাধ্যমে যে কাউকে সমস্যায় ফেলতে পারেন উড। ফাইনালে কিন্তু তিনি জ্বলে উঠতেই পারেন।
9/10
চোটের জেরে টুর্নামেন্টের আগে বেশ কয়েকদিন মাঠের বাইরে ছিলেন শাহিন আফ্রিদি। শুরুতে কিছুটা অফফর্মে থাকলেও, যত টুর্নামেন্ট গড়িয়েছে ততই বল হাতে আগুন জ্বেলেছেন শাহিন।
10/10
সেমিফাইনালে দুই উইকেট নিয়েছিলেন তিনি। ফাইনালেও বল হাতে পাকিস্তানের বড় ভরস শিহানিই।
Published at : 13 Nov 2022 10:40 AM (IST)