Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
T20 WC: ইউটিউবে ওয়ার্ন-কুম্বলের বোলিং দেখে স্পিন-অস্ত্রে শান, ভারতকে ঘায়েল করলেন কিউয়ি তারকা
তাঁকে দেখতে আর পাঁচজন ভারতীয়র মতো। হিন্দি বলতে পারেন। তবে খুব একটা সড়গড় নন বলে মায়ের কাছে বকুনিও খান। ইশ সোধি (Ish Sodhi) অবশ্য খেলেন নিউজিল্যান্ডের হয়ে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) ভারতের কাছে মূর্তিমান আতঙ্ক হয়ে উঠলেন ভারতে জন্মগ্রহণ করা লেগস্পিনার।
ম্যাচের সেরার স্বীকৃতি ছিনিয়ে নিলেন সোধি। তাও আবার জন্মদিনে।
শুনলে চমকে উঠতে পারেন যে, দুবাইয়ে বিরাট কোহলি-রোহিত শর্মা সমৃদ্ধ ভারতীয় ব্যাটিং লাইন আপকে নাস্তানাবুদ করে দেওয়া ইশ স্পিনের পাঠ নিয়েছিলেন ইউটিউব দেখে।
রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে ভারতের বিরুদ্ধে ৪ ওভার বল করে মাত্র ১৭ রান খরচ করে দুই উইকেট তুলে নিয়েছিলেন ইশ।
শিকারের তালিকায়? বিরাট কোহলি ও রোহিত শর্মা। টিম ইন্ডিয়ার দুই সেরা ব্যাটারকে ফিরিয়ে ভারতীয় ইনিংসের কোমর ভেঙে দেন ইশ।
লুধিয়ানায় জন্মগ্রহণ করা ইশ স্পিন বোলিং শিখেছিলেন ইউটিউবে শেন ওয়ার্ন ও অনিল কুম্বলেকে দেখে।
ইশের বয়স যখন মাত্র ৪ বছর, লুধিয়ানা ছেড়ে নিউজিল্যান্ডে পাড়ি দিয়েছিলেন। সেখানেই তাঁর ক্রিকেট শিক্ষা আর এক ভারতীয় বংশোদ্ভূত কিউয়ি স্পিনার দীপক পটেলের কাছে।
দীপকের পরামর্শেই ইউটিউবে মাঝে মধ্যেই দেখতেন দুই কিংবদন্তি স্পিনার ওয়ার্ন ও কুম্বলের বোলিংয়ের ভিডিও।
সেই শিক্ষা কাজে লাগিয়েই ভারতীয় ব্যাটিংকে ছারখার করে দিলেন ইশ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -