NZ Vs PAK: বাবর-রিজওয়ানের অর্ধশতরান, টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তান
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে চলে গেল পাকিস্তান। নিউজিল্যান্ডে বিরুদ্ধে সেমিফাইনালে ৭ উইকেটে দুরন্ত জয় ছিনিয়ে নিল তারা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগুরুত্বপূর্ণ ম্যাচে ফর্মে ফিরলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। তিনি ৭টি বাউন্ডারির সাহায্যে ৫৩ রানের ইনিংস খেললেন।
ফর্মে ফিরলেন বাবরের সঙ্গী উইকেট কিপার ব্যাটার মহম্মদ রিজওয়ানও। তিনি ৫টি বাউন্ডারির সাহায্যে ৫২ রানের ইনিংস খেলেন।
প্রথমে ব্যাট করে বোর্ডে ১৫২ রান বোর্ডে তুলে নিয়েছিল কিউয়িরা। জবাবে ৩ উইকেট হারিয়ে জয় ছিনিয়ে নেয় পাকিস্তান।
পাকিস্তানের ২ ওপেনার মিলে এদিন বোর্ডে একশো রানের বেশি তুলে নেন। সেখানেই জয়ের মঞ্চ তৈরি করে দেন বাবর-রিজওয়ান।
ম্যাচের পর পাক অধিনায়ক বাবর আজম স্বান্তনা দিচ্ছেন কিউয়ি পেসার ট্রেন্ট বোল্টকে। ২০০৯ সালের পর ফের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে চলে গেল পাকিস্তান।
১৯.১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য় প্রয়োজনীয় রান তুলে নেয় পাকিস্তান। ফাইনালে তাঁদের প্রতিপক্ষ হতে পারে ইংল্যান্ড অথবা ভারত।
শাহিন আফ্রিদি এদিন শুরু থেকেই আক্রমণাত্মক বোলিংয়ের মাধ্যে কিউয়িদের ব্য়াটিং লাইন আপকে চুপ করিয়ে দিয়েছিলেন। ফিন অ্যালেনের পর তিনি ফিরিয়ে দেন কেন উইলিয়ামসনকেও।
বুমেরাং হয়ে গেল ডারিল মিচেল ও কেন উইলিয়ামসনের ব্যাট হাতে প্রতিরোধ। ৪২ বলে ৪৬ রানের লড়াকু ইনিংস খেললেন উইলিয়ামসন। আর ডারিল মিচেল করলেন ঝকঝকে হাফসেঞ্চুরি।
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ২ ম্যাচে ভারত ও জিম্বাবোয়ের বিরুদ্ধে হারের পরও দুর্দান্ত কামব্যাক করল পাকিস্তান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -