Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Ind vs Eng : ১০ বছরের প্রতীক্ষার অবসান, যে পথে ফাইনালের রাস্তা মসৃণ করল ভারত
১০ বছরের প্রতীক্ষার অবসান। ফের টি২০ বিশ্বকাপের ফাইনালে ভারত। সেমিফাইনালে ইংল্যান্ডকে ৬৮ রানে হারাল রোহিত শর্মা-বাহিনী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবৃষ্টি-বিঘ্নিত ম্যাচে প্রয়োজনের মুহূর্তে জ্বলে উঠলেন রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব। তাঁদের দুরন্ত পারফরম্যান্সে ভর করে ১৭১ রান তোলে টিম ইন্ডিয়া।
ভারত তখন ৫.২ ওভারে ২ উইকেট খুইয়ে কিছুটা চাপে। এরপর হাল ধরে রোহিত-সূর্যর জুটি। ৭৩ রানের অসাধারণ জুটি ভারতকে ভাল জায়গায় পৌঁছে দেয়।
৩৯ বলে ৫৭ রান করেন ভারত অধিনায়ক রোহিত। অন্যদিকে, ৩৬ বল খেলে ৪৭ রান করেন সূর্যকুমার।
বাকি কাজটা একে একে এসে সেরে দেন হার্দিক পাণ্ড্য, আর. জাদেজা ও অক্ষর পটেল। প্রয়োজনীয় সময়ে ২টি ছক্কা হাঁকান হার্দিক। ২৩ রান করেন তিনি।
অন্যদিকে, ৯ বল খেলে ১৭ রান তুললেন জাদেজা এবং ৬ বলে ১০ রান তুলে নেন অক্ষর।
চ্যালেঞ্জিং পিচে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটের বিনিময়ে ১৭১ রান তোলে ভারত। জবাবে ইংল্যান্ড কোনও সময়ই ভারতীয় দলের রানের কাছাকাছি পৌঁছতে পারবে বলে মনে হয়নি।
এরপর বল হাতে ভেল্কি দেখানো শুরু করেন ভারতীয় বোলাররা। ইংল্যান্ডের ২৬ রানের মাথায় প্রথম ধাক্কাটা দেন অক্ষর পটেল। তুলে নেন জস বাটলারের উইকেট।
দলের হয়ে বল হাতে নজর কাড়েন দুই স্পিনার কুলদীপ যাদব ও অক্ষর পটেল। উভয়েই তিনটি করে উইকেট নেন। এই দুইয়ের স্পিন ফাঁদেই ১০৩ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। ১৬.৪ ওভারে ১০৩ রানে শেষ হয়ে যায় তাদের ইনিংস।
এবার শনিবার বার্বাডোজে ফাইনালে টুর্নামেন্টের অপর অপরাজিত দল দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে রোহিতের ভারত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -