T20 World Cup: টি-টোয়েন্টি বিশ্বকাপে রান তাড়া করে ম্যাচ জেতাতে ওঁরা ওস্তাদ
টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসেছে অস্ট্রেলিয়ার মাটিতে। গত বার সংযুক্ত আরব আমিরশাহিতে বসেছিল এই টু্র্নামেন্টের আসর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই টি-টােয়েন্টি বিশ্বকাপের আসরে রান তাড়া করতে নেমে কে সবচেয়ে বেশি রান করেছিলেন? তালিকায় কে কে রয়েছেন?
তালিকায় রয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক তিলকরত্নে দিলশান। মোট ১২টি ইনিংস খেলেছেন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে রান তাড়া করতে নেমে এই ১২ ইনিংসে মোট ৩৪৮ রান করেছেন।
ক্রিস গেল টি-টোয়েন্টি বিশ্বকাপে রান সংগ্রাহকদের তালিকায় ওপরের দিকে ছিলেন। রান তাড়া করতে নেমে গেলও রয়েছেন এই তালিকায়।
১৪টি ইনিংস খেলে টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ৩৯৩ রান করেছেন ক্রিস গেল।
ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাও রয়েছেন তালিকায়। ১৪ ইনিংস খেলেছেন হিটম্যান।
২০০৭ সাল থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছেন রোহিত। ৪৯৩ রান করেছেন এখনও পর্যন্ত রোহিত।
প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলিও তালিকায় রয়েছেন। তিনিই সবচেয়ে বেশি রান করছেন রান তাড়া করতে নেমে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ৯টি ম্যাচ খেলে এখনও পর্যন্ত ৪৫৯ রান করেছেন কোহলি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও পর্যন্ত ১৯টি ইনিংস খেলেছেন ডেভিড ওয়ার্নার।
২০০৯ সাল থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়ে ৫৩৮ রান করেছেন ডেভিড ওয়ার্নার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -