IND vs BAN: আজ বাংলাদেশের বিরুদ্ধে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামবে ভারতীয় দল। কেমন হতে পারে প্রথম একাদশ? ওপেনিংয়ে দেখা যাবে অধিনায়ক রোহিত শর্মাকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরোহিতের সঙ্গী হিসেবে থাকবেন সহ অধিনায়ক কে এল রাহুল। ফর্মের খোঁজে রয়েছেন তিনি।
তিন নম্বর পজিশনের জন্য অন্য কোনও নাম ভাবারই দরকার পড়ে না। বিরাট কোহলি নামবেন তিনে।
ফর্মে থাকা সূর্যকুমার যাদব চারে নামবেন। চলতি টুর্নামেন্টে পরপর ২ ম্যাচে অর্ধশতরান হাঁকিয়েছেন এই ব্যাটার।
পাঁচ নম্বর পজিশনের জন্য দীপক হুডাকে খেলানো হতে পারে। অতিরিক্ত ব্যাটার খেলাতে পারে ভারত।
উইকেটের পেছনে কাকে দেখা যাবে বাংলাদেশ ম্যাচে? চোট পাওয়া দীনেশ কার্তিক কি আদৌ ফিট? তা এখন বড় প্রশ্ন।
চলতি বিশ্বকাপে এখনও রান পাননি কার্তিক। ফলে মনে করা হচ্ছে যে ঋষভ পন্থকে একাদশে খেলানো হতে পারে তাঁর পরিবর্তে।
অলরাউন্ডার হিসেবে রয়েছেন হার্দিক পাণ্ড্য। পেসার অলরাউন্ডার হিসেবে একাদশে তাঁর জায়গা পাকা।
আগের ম্যাচে প্রচুর রান খরচ করেছেন। তবে বাংলাদেশের বিরুদ্ধেও হয়ত অভিজ্ঞ অশ্বিনকেই একাদশে রাখা হবে।
তরুণ পেসার অর্শদীপ সিংহ প্রতি ম্যাচেই উন্নতি করছেন। নজর কেড়েছেন বিশ্বকাপে। তিনি খেলছেন এই ম্যাচেও।
বুমরার পরিবর্ত হিসেবে দলে ঢুকে নিজের জাত ফের চেনাতে শুরু করে দিয়েছেন মহম্মদ শামি। অ্যাডিলেডের পিচে টাইগার ব্য়াটারদের ত্রাস হতে পারেন শামি।
তিন পেসার নিয়ে খেলবে ভারত। ফলে আরেকজন পেসারের জায়গায় ভুবনেশ্বর কুমারের জায়গা নিশ্চিত। কৃপণ বোলিংয়ের জন্যই সুনাম রয়েছে এই ডানহাতির।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -