Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
T20 World Cup Champion: মঈন-আদিলকে সম্মান জানাতে পোডিয়ামে শ্যাম্পেন বর্জন ইংল্যান্ডের
মেলবোর্নে শাসন ইংল্যান্ডের। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে দিল ইংল্যান্ড।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদ্বিতীয়বারের জন্য টি-টোয়েন্টিতে বিশ্বচ্যাম্পিয়ন হল ইংল্যান্ড। ২০১০ সালের পর আবার।
জয়ের পর মাঠেই উৎসবে মাতলেন জস বাটলার, বেন স্টোকস। যোগ দিলেন পরিবারের সদস্যরাও।
তবে একটি বিশেষ কারণে নজর কেড়ে নিয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। পোডিয়ামে যখন টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফিটি ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারের হাতে তুলে দেওয়া হল, তখন কেউ শ্যাম্পেনের বোতল খোলেননি।
বিশ্বচ্যাম্পিয়নরা ট্রফি নেওয়ার পর পোডিয়ামেই শ্যাম্পেনের বোতল খুলে থাকে। কিন্তু ইংরেজ শিবির সেই পথে হাঁটেনি। কিন্তু কেন?
ইংল্যান্ড দলে রয়েছেন দুই মুসলিম ক্রিকেটার, মঈন আলি ও আদিল রশিদ। তাঁদের সম্মান জানানোর জন্যই পোডিয়ামে শ্যাম্পেন বর্জনের সিদ্ধান্ত জস বাটলারদের। যা প্রশংসিত হয়েছে সর্বত্র।
পরে যখন মাঠের মধ্যে ফটো সেশন হয়, তখন শ্যাম্পেন খোলেন ক্রিকেটারেরা। সেই সময় আদিল ও মঈন ছিলেন না।
রবিবার টস জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠিয়েছিলেন বাটলার। পাকিস্তান ১৩৭ রান তোলে।
এক ওভার বাকি থাকতে ৫ উইকেট হারিয়ে সেই রান তুলে দেয় ইংল্যান্ড।
এই প্রথম কোনও দলের ভাঁড়ারে একসঙ্গে দুটি বিশ্বকাপ (ওয়ান ডে ও টি-২০) ট্রফি জমা পড়ল। ম্যাচ ও টুর্নামেন্টের সেরা হয়েছেন স্যাম কারান। ছবি - আইসিসি
- - - - - - - - - Advertisement - - - - - - - - -