Top Wicket Taker in T20 WC: টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট? প্রথম দশে পাকিস্তানের ৩, ভারতের কেউ নেই
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে একবারও হারাতে পারেনি পাকিস্তান। তবে এই একটি রেকর্ডে অনেক এগিয়ে পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় শীর্ষে শাহিদ আফ্রিদি। ৩৪ ম্যাচে ৩৯ উইকেট নিয়েছেন পাক অলরাউন্ডার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appটি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট সংগ্রহকারীদের তালিকায় দুই নম্বরে শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা। ৩১ ম্যাচে ৩৮ উইকেট নিয়েছেন তিনি।
২৩ ম্যাচে ৩৬ উইকেট নিয়ে বোলারদের তালিকায় তিন নম্বরে সঈদ আজমল।
এক সময় বিস্ময় স্পিনার হিসাবে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে হইচই ফেলে দিয়েছিলেন। শ্রীলঙ্কার সেই অজন্তা মেন্ডিস টি-টোয়েন্টি বিশ্বকাপে ২১ ম্যাচে ৩৫ উইকেট নিয়েছেন।
২৪ ম্যাচে ৩৫ উইকেট নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় পাঁচ নম্বরে পাকিস্তানের উমর গুল।
২৬ ম্যাচে ৩২ উইকেট নিয়ে তালিকায় ছয় নম্বরে বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান।
সদ্য ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ২৩ ম্যাচে ৩০ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার স্পিডস্টার ডেল স্টেন রয়েছেন তালিকায় ৭ নম্বরে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে যুবরাজ সিংহের হাতে এক ওভারে ছয় ছক্কা হজম করতে হয়েছিল। তবে স্টুয়ার্ট ব্রড ২৬ ম্যাচে ৩০ উইকেট নিয়ে তালিকায় আট নম্বরে রয়েছেন।
২৯ ম্যাচে ২৫ উইকেট নিয়ে নয় নম্বরে ওয়েস্ট ইন্ডিজের ডোয়েন ব্র্যাভো।
ক্যারিবিয়ান স্পিনার স্যামুয়েল বদ্রি ১৫ ম্যাচে ২৪ উইকেট নিয়ে দশ নম্বরে। প্রথম দশে ভারতের কেউ নেই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -