T20 World Cup: গেল, এবিডি কারও রেকর্ডই কি অক্ষুণ্ণ থাকবে না? টি-টােয়েন্টি বিশ্বকাপে আর কী কী হতে পারে?
টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি বাউন্ডারি হাঁকিয়েছেন মাহেলা জয়বর্ধনে। তাঁর ঝুলিতে ১১১টি বাউন্ডারি রয়েছে। বিরাট কোহলির ঝুলিতে রয়েছে ১০৩টি বাউন্ডারি। কিন্ত তাঁর এই রেকর্ড ভেঙে যেতে পারে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজয়বর্ধনের সর্বাধিক বাউন্ডারি হাঁকানোর রেকর্ড ভেঙে দিতে পারেন বিরাট কোহলি নিজে। তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও পর্যন্ত ১০৩টি বাউন্ডারি হাঁকিয়েছেন।
ক্রিস গেল টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে দ্রুত শতরান হাঁকানো নজির গড়েছেন। তিনি ৪৭ বলে শতরান করেছিলেন। কিন্তু এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই রেকর্ড ভেঙে যেতে পারে।
একই সময়কালে আইসিসির তিনটি বড় ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার নজির এর আগে কারও নেই। গত বছর ভারতকে ফাইনালে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল জিতেছিলেন কামিন্সরা।
এছাড়া গত বছরই ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালেও ভারতকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল অজিরা। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের হাতছানি অজিদের সামনে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক ক্যাচ নেওয়ার নজির রয়েছে এবি ডিভিলিয়ার্সের কাছে। তিনি মোট ২৩টি ক্যাচ ধরেছেন।
এবিডির এই রেকর্ডও ভেঙে দিতে পারেন ডেভিড ওয়ার্নার। এখনও পর্যন্ত এই টুর্নামেন্টের ইতিহাসে মোট ২১টি ক্যাচ লুফেছে অজি ওপেনার।
১৬ দল নয়, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ২০ দলের খেলা হবে। ফলে ম্য়াচের সংখ্যাও বাড়বে। যার ফলে এক মরশুমে সর্বাধিক রানের নতুন রেকর্ডও হতে পারে টুর্নামেন্টে।
বিরাট কোহলি এখনও পর্যন্ত এই রেকর্ড দখলে রেখেছেন। তিনি ২০১৪ মরশুমে ৬ ম্য়াচে ৩১৯ রান করেছিলেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -