T20 World Cup: তালিকায় তিনে সূর্য, চলতি বিশ্বকাপে সর্বাধিক রানের মালিক কে?
এই গোটা বছর ধরেই ব্যাট হোক বা বল, স্বপ্নের ফর্মে রয়েছেন জিম্বাবোয়ের তারকা অলরাউন্ডার সিকন্দর রাজা। বিশ্বকাপেও তিনি অনবদ্য ফর্মে ছিলেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআট ম্যাচে প্রায় ১৪৮-র স্ট্রাইক রেটে রাজা ২১৯ রান করেছেন।
শ্রীলঙ্কার হয়েও এই বছরে দুর্দান্ত ছন্দে রয়েছেন কুশল মেন্ডিস। বিশ্বকাপে মেন্ডিস চতুর্থ সর্বোচ্চ রান করেছেন।
শ্রীলঙ্কান ওপেনারের আট ম্যাচে মোট সংগ্রহ ২২৩ রান, স্ট্রাইক রেট ১৪২.৯৪।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন আইসিসির বিচারে বর্তমান বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার সূর্যকুমার যাদব।
তিনি ১৯৩.৯৬ স্ট্রাইক রেট ও ৭৫-র গড়ে পাঁচ ম্যাচে মোট ২২৫ রান করেছেন।
নেদারল্যান্ডস এই বিশ্বকাপে সুপার ১২-এ দুইটি ম্যাচ জিতেছে। তাদের সাফল্যের অন্যতম বড় কারণ হলেন ম্যাক্স ও দউদ।
ডাচ ওপেনার এখনও পর্যন্ত বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক। তিনি আট ম্যাচে মোট ২৪২ রান করেছেন।
তালিকায় এক নম্বরে বিরাট কোহলি। তিনিই এই বিশ্বকাপের সর্বোচ্চ রানসংগ্রাহক।
বিরাট ১৩৮.৯৮-র স্ট্রাইক রেট ও ১২৩-র গড়ে মোট ২৪৬ রান করেছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -