T20 World Cup: টি-২০ বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় নেই ভারতের কেউ
সাল ২০০৭। প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রথম ম্যাচেই স্কটল্যান্ডের বিরুদ্ধে ৪ উইকেট পেলেন পাক পেসার উমর গুল। ১৩ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা বোলার হয়েছিলেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসাল ২০০৯। টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সংস্করণেও ১৩ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি হন পাক পেসার উমর গুল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৬ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। সেবার চ্যাম্পিয়ন হয় পাকিস্তানই।
২০১০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৪ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছিলেন অস্ট্রেলিয়ার ডার্ক ন্যানেস।
৬ ম্যাচে ১৫ উইকেট। ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপে বল হাতে জ্বলে উঠেছিলেন শ্রীলঙ্কার বিস্ময়-স্পিনার অজন্তা মেন্ডিস।
২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে যুগ্মভাবে সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির ও নেদারল্যান্ডসের এহসান মালিক। ১২ উইকেট নিয়েছিলেন লেগস্পিনার তাহির।
এহসান মালিকও নিয়েছিলেন ১২ উইকেট। যার মধ্যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ছিল ৫ উইকেট।
২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন আফগানিস্তানের মহম্মদ নবি। ১২ উইকেট নিয়েছিলেন তিনি।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা বোলার ওয়ানিন্দু হাসারাঙ্গা। শ্রীলঙ্কার স্পিনার ৮ ম্যাচে নিয়েছিলেন ১৬ উইকেট।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -