T20 World Cup: বিরাটের সৌজন্যে পাকিস্তানের বিরুদ্ধে চার উইকেটে জয় পেল ভারতীয় দল
ম্যাচের দ্বিতীয় ওভারেই পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে শূন্য রানে ফিরিয়ে পাকিস্তানকে ধাক্কা দেন অর্শদীপ সিংহ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহার্দিক পাণ্ড্যর দাপটে পাকিস্তানের মিডল অর্ডারও এদিন তেমন রান করতে পারেনি। তিন উইকেট নেন হার্দিক।
তবে পাকিস্তানের হয়ে ইফতিকার আমেদ ও শান মাসুদ অর্ধশতরান করে দলকে ১৫৯ রান তুলতে সাহায্য করেন।
জবাবে ব্যাটে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারতীয় দল। মাত্র চার রানে রাহুলকে ফেরান নাসিম শাহ
কাজে দেয়নি অক্ষরকে আগে নামানোর পরীক্ষাও। ৩১ রানে চার উইকেট হারিয়ে কার্যত ধুঁকছিল ভারত।
এই অবস্থাতেই ভারতীয় ইনিংসের হাল ধরেন বিরাট কোহলি ও হার্দিক পাণ্ড্য। পঞ্চম উইকেটে দুইজনে মিলে ১১৩ রান যোগ করেন।
হার্দিক ৩৭ বলে ৪০ রানের পরিপক্ক এক ইনিংস খেলেন। তবে তিনি দলকে জিতিয়ে ফিরতে পারেননি।
ইনিংসের শেষ ওভারে ভারতের জয়ের জন্য ১৬ রানের প্রয়োজন ছিল। হার্দিক প্রথম বলেই মহম্মদন নওয়াজকে ছক্কা হাঁকাতে গিয়ে আউট হন।
শেষমেশ রবিচন্দ্রন অশ্বিন ইনিংসের শেষ বলে লং অফের ওপর শট মেরে চার উইকেটে ভারতকে জয় এনে দেন।
৮২ রানে অপরাজিত থাকেন বিরাট কোহলি। ম্যাচ জয়ের পরে তাঁর আবেগই এই জয়ের গুরুত্ব বুঝিয়ে দেওয়ার জন্য যথেষ্ট।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -