Skin Glow: চটজলদি জেল্লাদার ত্বক চান? তাহলে এই ঘরোয়া পদ্ধতিগুলো মেনে চলুন
যেকোনও উৎসবে বা অনুষ্ঠানে যাওয়ার আগে ত্বকে চটজলদি জেল্লা পেতে চান? এক ঝলকে চোখ বুলিয়ে নিন ঘরোয়া পদ্ধতিগুলিতে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআমাদের রান্নাঘরেই এমন অনেক উপকরণ থাকে, যা দিয়ে আমরা ত্বক সুন্দর করে তুলতে পারি। ত্বকে চটজলদি জেল্লা আনতে ব্যবহার করুন দই আর টমেটোর প্যাক। এক চামচ টমেটোর পেস্টের সঙ্গে দু চামচ দই মিশিয়ে তা মুখ এবং গলায় ব্যবহার করুন। মিনিট ২০ পর শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে নিন।
ত্বকের জেল্লা ফেরাতে দারুণ উপকারী কফির প্যাক। এক চামচ কফির সঙ্গে দু চামচ মধু মিশিয়ে তা ত্বকের ব্যবহার করুন। শুকিয়ে গেলে ধুয়ে নিন জল দিয়ে। কয়েক মিনিটের মধ্যেই তফাৎ চোখে পড়বে।
মধু, লেবু আর দারুচিনির গুঁড়োর মিশ্রণ ত্বকের জন্য দারুণ কার্যকরী। এক চামচ মধুর সঙ্গে এক চামচ লেবুর রস ও তার সঙ্গে অর্ধেক চামচ দারুচিনির গুঁড়ো মিশিয়ে ত্বকে ব্যবহার করলে চটজলদি জেল্লা ফিরবে।
১০ মিনিটেই তৈরি করে ফেলা যায় পেঁপের প্যাক। যা মুখে চটজলদি জেল্লা আনতে সাহায্য করে। পেঁপেতে থাকা ভিটামিন এ এবং ভিটামিন সি ত্বকের জন্য দারুণ উপকারী। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পেঁপে চটকে নিয়ে মুখে লাগিয়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন।
চটজলদি জেল্লা আনতে সাহায্য করে মধু এবং লেবুর রস। এক চামচ মধুর সঙ্গে অর্ধেক চামচ লেবুর রস মিশিয়ে তা ত্বকে ব্যবহার করুন। তারপর শুকিয়ে গেলে ধুয়ে নিন।
কোথাও বেরোনোর সময় চটজলদি ত্বকে জেল্লা আনতে দারুণ উপকারী গোলাপ জল। তুলোয় করে মুখের ত্বকে লাগিয়ে নিন। নিজেই তফাতটা বুঝতে পারবেন।
দুধের উপকারিতা সম্পর্কে আমাদের অজানা নয় কিছুই। দুধে রয়েছে প্রচুর পরিমাণে উপকারী উপাদান। প্রচুর পরিমাণে ভিটামিনে ভরপুর দুধ ত্বকের জন্য়ও উপকারী। চটজলদি জেল্লা ফেরাতে একটি তুলোর বল দুধে ভিজিয়ে ত্বকে ব্যবহার করুন। ১০ মিনিট পর জল দিয়ে ধুয়ে নিন।
ত্বকে শশার রস ব্যবহারেও জেল্লা ফেরে দ্রুত। এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। শুধু এক টুকরো শশা মুখে, ঘাড়ে, গলায় ঘষে নিন। জেল্লা ফিরবে নিমেষে।
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -