Team India Health Update: কবে মাঠে ফিরবেন বুমরা-রাহুল-শ্রেয়সরা? কতটা সেরে উঠেছেন?
ভারতীয় ক্রিকেট (Indian Cricket Team) দলের প্রথম সারির তারকারা চোট পেয়ে একের পর এক মাঠের বাইরে ছিটকে গিয়েছেন। কারও কারও অস্ত্রোপচারও করাতে হয়েছে। আপাতত সকলেই রিহ্যাবিলিটেশন করছেন বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচোট পাওয়া ক্রিকেটারদের নিয়ে অবশেষে একটু স্বস্তির কথা শোনাল ভারতীয় ক্রিকেট বোর্ড। জানানো হয়েছে, যশপ্রীত বুমরার রিহ্যাব একেবারে শেষ পর্যায়ে। নেটে পুরোদমে বোলিংও শুরু করে দিয়েছেন তিনি। এবার কয়েকটি করে প্র্যাক্টিস ম্যাচ খেলবেন।
বুমরার মতোই রিহ্যাবের শেষ পর্যায়ে রয়েছেন আরেক চোট পাওয়া পেসার প্রসিদ্ধ কৃষ্ণও। তিনিও এনসিএ-তে নেটে পুরোদমে বোলিং করছেন।
বোর্ডের মেডিক্যাল দল দুজনের অগ্রগতিতে খুশি। প্র্য়াক্টিস ম্যাচে তাঁদের বোলিং দেখে কবে তাঁরা মাঠে ফিরতে পারবেন, সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
শ্রেয়স আইয়ার নেটে ব্যাটিং শুরু করেছেন। বোর্ড থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, আপাতত স্ট্রেংথ ও ফিটনেসের কসরত চলছে।
চোটের জন্য আইপিএলে খেলতে পারেননি। তবে তাঁর উন্নতি দেখে সন্তোষজনক মনে হয়েছে বিশেষজ্ঞদের।
আইপিএলে ফিল্ডিং করার সময় উরুতে চোট পেয়েছিলেন কে এল রাহুল। তিনিও নেটে ব্যাটিং শুরু করেছেন।
এবার তাঁর প্রস্তুতির সূচি আরও কঠোর করা হবে। দ্রুত পুরোদমে প্র্যাক্টিস শুরু করবেন তারকা ব্যাটার।
বোর্ড থেকে জানানো হয়েছে, দ্রুত উন্নতি করছেন ঋষভ পন্থ। নেটে ব্যাটিং ও কিপিং - দুইই শুরু করেছেন।
তাঁর জন্য বিশেষ ফিটনেস সূচি তৈরি করা হয়েছে। যার মধ্যে রয়েছে স্ট্রেংথ ও ফ্লেক্সিবিলিটি ড্রিল ও দৌড়। সেই সূচি মেনেই চলছে পন্থের মাঠে ফেরার লড়াই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -