Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Team India Squad: টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দলে সুযোগ পেলেন কোন ১৫ ক্রিকেটার?
টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) জন্য ভারতের দল (Team India) বেছে নেওয়া হল সোমবার। রোহিত শর্মার নেতৃত্বে ১৫ জনের দল বেছে নেওয়া হল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদলের সহ অধিনায়ক ঘোষণা করা হয়েছে কে এল রাহুলকে। মনে করা হচ্ছে রোহিতের সঙ্গে তিনিই ইনিংস ওপেন করবেন।
এশিয়া কাপে ভারতের হয়ে সর্বোচ্চ রান করেছেন। ছন্দে ফিরেছেন কোহলি। টি-টোয়েন্টি বিশ্বকাপেও দলের ভরসা।
চতুর্থ বিশেষজ্ঞ ব্য়াটার হিসাবে দলে রয়েছেন সূর্যকুমার যাদব। যাঁকে বিশ্বক্রিকেটের নতুন মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি বলা হচ্ছে।
উইকেটকিপার-ব্যাটার দীনেশ কার্তিকের ভূমিকাও গুরুত্বপূর্ণ হতে পারে। একার হাতে ম্যাচের রং পাল্টে দিতে পারেন ডিকে।
উইকেটকিপার হিসাবে রয়েছেন ঋষভ পন্থও। আগ্রাসী ব্যাটিং করতে পারেন। চাপের মুখে ম্যাচ ঘোরাতে সিদ্ধহস্ত। তবে ধারাবাহিকতার অভাব রয়েছে।
অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যর ভূমিকাও গুরুত্বপূর্ণ হবে। ব্যাটে-বলে দুরন্ত ছন্দে রয়েছেন। গেমচেঞ্জার হয়ে উঠতে পারেন।
অলরাউন্ডার হিসাবে রয়েছেন দীপক হুডা। এশিয়া কাপে সাফল্য পাননি। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম একাদশে সুযোগ পেলে নিজেকে প্রমাণ করতে মরিয়া থাকবেন।
বাঁহাতি স্পিনার অক্ষর পটেলকে জাডেজার বদলি ধরা হচ্ছে। ব্যাটের হাতও ভাল। ফিল্ডিংয়েও পারদর্শী।
দলের অভিজ্ঞতম স্পিনার আর অশ্বিন। ব্যাটের হাতও ভাল। বোলিং বৈচিত্র দিয়ে যে কোনও ব্য়াটারকে বোকা বানাতে পারেন।
চোট সারিয়ে দলে ফিরেছেন হর্ষল পটেলও। ডেথ ওভার স্পেশালিস্ট। হাতে দুরন্ত স্লোয়ার ও ইয়র্কার রয়েছে। ব্যাটের হাতও মন্দ নয়।
ভারতীয় দলের সবচেয়ে বড় স্বস্তি, চোট সারিয়ে যশপ্রীত বুমরার প্রত্যাবর্তন। দুরন্ত গতি। সঙ্গে বিষাক্ত ইয়র্কার। দলের প্রধান পেস অস্ত্র।
নাকল বল হোক বা স্লো বাউন্সার, টি-টোয়েন্টি ক্রিকেটে ভুবনেশ্বর কুমার ভরসা হয়ে দাঁড়াতে পারেন।
পাকিস্তানের বিরুদ্ধে ক্যাচ ফেলে যতই সমালোচিত হোন না কেন, অর্শদীপ সিংহের বোলিং প্রশংসা কুড়িয়ে নিয়েছে। বাঁহাতি পেসার ভারতীয় দলের তুরুপের তাস হতে পারেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -