Stock Market: সোমের দৌড়ে আশার সঙ্কেত, ২০ হাজার ছুঁতে আর কত দেরি নিফটির ?
বেয়ারসদের চাপে রেখে সপ্তাহের প্রথম দিনেই ছুট লাগাল বুলসরা। ১৮,০০০ -এর দিকে চলে এল নিফটি। একই পরিস্থিতি তৈরি হয়েছে বম্বে স্টক এক্সচেঞ্জে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএদিন ভারতীয় শেয়ার বাজারের প্রথম ব্যবসায়িক দিনে বিপুল কেনাকাট করেন বিনিয়োগকারীরা। বাজারে বিনিয়োগকারীদের কেনাকাটার কারণে সেনসেক্স আবার 60,000 পয়েন্ট অতিক্রম করেছে।
এখন নিফটিও 18 হাজার অতিক্রম করতে প্রস্তুত। আজ ট্রেডিং শেষে মুম্বই স্টক এক্সচেঞ্জের সেনসেক্স 322 পয়েন্ট বেড়ে 60,115-তে ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি 103 পয়েন্ট বৃদ্ধির সঙ্গে 17,936 পয়েন্টে বন্ধ হয়েছে।
আজ বিএসইতে মোট 3,759টি শেয়ার লেনদেন হয়েছে, যার মধ্যে 2197টি শেয়ার বেড়েছে। পাশাপাশি 1387টি শেয়ার লালে বন্ধ হয়েছে। ১৭৫টি শেয়ারের দামের কোনও পরিবর্তন হয়নি। যেখানে 429টি শেয়ারের আপার সার্কিট ছিল, 203টি শেয়ার লোয়ার সার্কিটের সঙ্গে বন্ধ হয়েছে।
সোমবারের ট্রেডিং সেশনে সব খাতের শেয়ারের দর বেড়েছে। ব্যাঙ্ক নিফটি, নিফটি অটো, নিফটি আইটি, নিফটি ফার্মা, নিফটি এফএমসিজি, নিফটি মেটালস সবুজে দৌড় থামিয়েছে।
রিয়েল এস্টেট, জ্বালানি, টেকসই দ্রব্যের মতো খাতেও দারুণ বৃদ্ধি হয়েছে। স্মল ক্যাপ ও মিড ক্যাপ সূচকগুলিও সবুজে বন্ধ হয়েছে।
আমরা যদি স্টকগুলির দিকে তাকাই যা ক্রমবর্ধমান ছিল, তাহলে আদানি পোর্টস 3.49 শতাংশ, টাইটান কোম্পানি 2.22 শতাংশ, ডিভি'স ল্যাব 2.08 শতাংশ, টেক মাহিন্দ্রা 2.08 শতাংশ, অ্যাক্সিস ব্যাঙ্ক 2.06 শতাংশ, টাটা স্টিল 1.94 শতাংশ বৃদ্ধির সঙ্গে বন্ধ হয়েছে।
কোল ইন্ডিয়া 2.57 শতাংশ, শ্রী সিমেন্ট 1.51 শতাংশ, এইচডিএফসি 0.51 শতাংশ, নেসলে 0.44 শতাংশ, বাজাজ ফিনসার্ভ 0.39 শতাংশ, এইচডিএফসি ব্যাঙ্ক 0.34 শতাংশ কমেছে।
তবে এখনও অনেক ভাল স্টক ৫২ সপ্তাহ লোয়ের কাছ ট্রেড করছে। যা বিনিয়োগকারীদের জন্য একটা ভাল খবর।
মঙ্গলবারও আমেরিকার বাজারে অঘটন না ঘটলে এই তেজিভাব বজায় থাকতে পারে ভারতীয় শেয়ার মার্কেটে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -