T20 World Cup: নিজেদের প্রথম বিশ্বকাপেই সকলের নজর কাড়তে পারেন এই তারকারা
বুমরার অনুপস্থিতিতে অর্শদীপ সিংহের ভারতীয় দলে জায়গা পাওয়া প্রায় নিশ্চিত। এখনও পর্যন্ত ভারতের হয়ে ১১ ম্যাচে ১৪ উইকেট নেওয়া অর্শদীপের মধ্যে কিন্তু সকলকে প্রভাবিত করার যথেষ্ট দক্ষতা রয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএশিয়া কাপে নিজের গতি এবং অল্প বয়স সত্ত্বেও পরিপক্ক বোলিংয়ে সকলকে প্রভাবিত করেছিলেন তরুণ নাসিম শাহ। এই তরুণের দিকে বিশ্বকাপেও সকলের নজর থাকবে।
বিভিন্ন ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে চুটিয়ে খেলার পর অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পেয়েছেন টিম ডেভিড। ভারতের বিরুদ্ধে গত মাসের টি-টোয়েন্টি সিরিজে ডেভিড কিন্তু নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন।
ইংল্যান্ডের নব প্রজন্মের অন্যতম উঠতি তারকা হলেন হ্যারি ব্রুক। তাঁর আন্তর্জাতিক কেরিয়ার খুবই ছোট হলেও, পাকিস্তান সিরিজে গোটা বিশ্ব তাঁর দক্ষতার হালকা আভাস পেয়েছে বটে।
নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচেই ঝোড়ো অর্ধশতরানে গোটা বিশ্বকে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছিলেন ট্রিস্টান স্টাবস। স্পিন ও পেস, উভয়ের বিরুদ্ধেই খেলতে সিদ্ধহস্ত স্টাবসের দিকে কিন্তু নজর রাখতেই হবে।
গত বছর আইপিএলে ভাল পারফর্ম করেও বিশ্বকাপে জায়গা পাননি হর্ষল। তবে এ বছর তিনি ভারতীয় স্কোয়াডে আছেন। ডেথ ওভারে বুমরার অনুপস্থিতিতে হর্ষল ভারতের বড় ভরসা।
ভারতের হয়ে মাত্র ১২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেই শতরান হাঁকিয়ে ফেলেছেন দীপক হুডা। ১৫০-র অধিক স্ট্রাইক রেটে রান করা হুডা এই বিশ্বকাপে সুযোগ পেলে নজর কাড়তেই পারেন।
লোয়ার অর্ডারে ব্যাট এবং বল, দুইই করতে সক্ষম মোসাদ্দেক হোসেন। বাংলাদেশ এশিয়া কাপে ভাল পারফর্ম করতে না পারলেও, মোসাদ্দেক কিন্তু তাঁর খেলায় বেশ নজর কেড়েছিলেন।
ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে ফিল সল্ট বড় শট মারায় পটু ক্রিকেটার হিসাবেই পরিচিত। তিনি কিন্তু একা হাতে ম্যাচের গতি বদলে দেওয়ার ক্ষমতা রাখেন। ঘরোয়া ক্রিকেটে টি-টোয়েন্টিতে তাঁর স্ট্রাইক রেট ১৫০-র অধিক।
এবাদত হোসেন লাল বলে বাংলাদেশের নিয়মিত সদস্য হলেও সীমিত ওভারে তাঁর অভিজ্ঞতা খুবই কম। তবে দীর্ঘকায় বাংলাদেশি বোলার সবাইকে চমকে দেওয়ার ক্ষমতা রাখেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -