T20 World Cup: নিজেদের প্রথম বিশ্বকাপেই সকলের নজর কাড়তে পারেন এই তারকারা

T20 WC: অস্ট্রেলিয়ায় কাল থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার ১২ পর্ব শুরু। এবারে একাধিক তরুণ ক্রিকেটার নিজেদের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছেন। তাঁদের মধ্যে নজর কাড়তে পারেন এই ১০।

নিজেদের প্রথম বিশ্বকাপেই নজর কাড়তে পারেন এই তারকারা

1/10
বুমরার অনুপস্থিতিতে অর্শদীপ সিংহের ভারতীয় দলে জায়গা পাওয়া প্রায় নিশ্চিত। এখনও পর্যন্ত ভারতের হয়ে ১১ ম্যাচে ১৪ উইকেট নেওয়া অর্শদীপের মধ্যে কিন্তু সকলকে প্রভাবিত করার যথেষ্ট দক্ষতা রয়েছে।
2/10
এশিয়া কাপে নিজের গতি এবং অল্প বয়স সত্ত্বেও পরিপক্ক বোলিংয়ে সকলকে প্রভাবিত করেছিলেন তরুণ নাসিম শাহ। এই তরুণের দিকে বিশ্বকাপেও সকলের নজর থাকবে।
3/10
বিভিন্ন ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে চুটিয়ে খেলার পর অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পেয়েছেন টিম ডেভিড। ভারতের বিরুদ্ধে গত মাসের টি-টোয়েন্টি সিরিজে ডেভিড কিন্তু নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন।
4/10
ইংল্যান্ডের নব প্রজন্মের অন্যতম উঠতি তারকা হলেন হ্যারি ব্রুক। তাঁর আন্তর্জাতিক কেরিয়ার খুবই ছোট হলেও, পাকিস্তান সিরিজে গোটা বিশ্ব তাঁর দক্ষতার হালকা আভাস পেয়েছে বটে।
5/10
নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচেই ঝোড়ো অর্ধশতরানে গোটা বিশ্বকে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছিলেন ট্রিস্টান স্টাবস। স্পিন ও পেস, উভয়ের বিরুদ্ধেই খেলতে সিদ্ধহস্ত স্টাবসের দিকে কিন্তু নজর রাখতেই হবে।
6/10
গত বছর আইপিএলে ভাল পারফর্ম করেও বিশ্বকাপে জায়গা পাননি হর্ষল। তবে এ বছর তিনি ভারতীয় স্কোয়াডে আছেন। ডেথ ওভারে বুমরার অনুপস্থিতিতে হর্ষল ভারতের বড় ভরসা।
7/10
ভারতের হয়ে মাত্র ১২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেই শতরান হাঁকিয়ে ফেলেছেন দীপক হুডা। ১৫০-র অধিক স্ট্রাইক রেটে রান করা হুডা এই বিশ্বকাপে সুযোগ পেলে নজর কাড়তেই পারেন।
8/10
লোয়ার অর্ডারে ব্যাট এবং বল, দুইই করতে সক্ষম মোসাদ্দেক হোসেন। বাংলাদেশ এশিয়া কাপে ভাল পারফর্ম করতে না পারলেও, মোসাদ্দেক কিন্তু তাঁর খেলায় বেশ নজর কেড়েছিলেন।
9/10
ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে ফিল সল্ট বড় শট মারায় পটু ক্রিকেটার হিসাবেই পরিচিত। তিনি কিন্তু একা হাতে ম্যাচের গতি বদলে দেওয়ার ক্ষমতা রাখেন। ঘরোয়া ক্রিকেটে টি-টোয়েন্টিতে তাঁর স্ট্রাইক রেট ১৫০-র অধিক।
10/10
এবাদত হোসেন লাল বলে বাংলাদেশের নিয়মিত সদস্য হলেও সীমিত ওভারে তাঁর অভিজ্ঞতা খুবই কম। তবে দীর্ঘকায় বাংলাদেশি বোলার সবাইকে চমকে দেওয়ার ক্ষমতা রাখেন।
Sponsored Links by Taboola