Tokyo Olympics 2020: টোকিও অলিম্পিক্সে পদকজয়ী ভারতীয় অ্যাথলিটদের অভিনব সম্মান সুদর্শন পট্টনায়েকের
বিখ্যাত শিল্পী সুদর্শন পট্টনায়েকের অভিনব সম্মান টোকিও অলিম্পিক্সে পদক জয়ী ভারতীয়দের জন্য।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবক্সিংয়ে ভারতের নতুন তারকা লভলিনাকে সোনা জয়ের আর্জি জানিয়েছিলেন সুদর্শন।
হকিতে ব্রোঞ্জ জয়ী মনপ্রীতদেরও অভিবাদন অভিনবভাবে।
মহিলা হকি দল অল্পের জন্য পদক হাতছাড়া করলেও, তাঁরা হৃদয় জিতে নিয়েছেন গোটা ভারতবাসীর।
বক্সিংয়ে ব্রোঞ্জ জয়ের পর লভলিনাকে এই ভাবেই সম্মান প্রদর্শন।
কুস্তিতে রবি কুমার দাহিয়াকে শুভেচ্ছা জানিয়েছিলেন পট্টনায়েক।
ব্যাডমিন্টনে পিভি সিন্ধু ব্রোঞ্জ জিতেছেন টোকিওয়। তাঁকেও শিল্পের মাধ্যমে তুলে ধরেছেন পুরীর সমুদ্রে।
২১ বছর পর ভারোত্তোলনে পদক এসেছে অলিম্পিক্সে। পদকজয়ী মীরাবাঈ চানুকে সম্মান জানালেন সুদর্শন পট্টনায়েক।
ইভেন্টে নিজেদের শেষ দিনে বজরং পুনিয়া কুস্তিতে ব্রোঞ্জ জিতেছিলেন।
একমাত্র সোনা এসেছে ভারতের ঝুলিতে জ্যাভলিনে। নীরজ কুমারের জ্যাভলিন ছোড়ার দৃশ্যায়ন করেছেন সুদর্শন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -