Tokyo Paralympics 2020: ঘাতক পোলিও, মাত্র ১ বছর বয়সে হাঁটার ক্ষমতা হারিয়েছিলেন ভাবিনা
তাঁর বয়স তখন মাত্র ১ বছর। ঘাতক পোলিও থাবা বসিয়েছিল শরীরে। চলৎশক্তি কেড়ে নেয় পোলিও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতাঁর পায়ে অস্ত্রোপচারও হয়েছিল। তবে লাভ হয়নি। বরাবরের মতো হাঁটার ক্ষমতা হারান ভাবিনাবেন পটেল।
রবিবার টোকিও প্যারালিম্পিক্সে ইতিহাস গড়লেন ভাবিনা। প্যারালিম্পিক্সের ইতিহাসে প্রথম ভারতীয় হিসাবে টেবিল টেনিসে রুপো জিতলেন।
ফাইনালে হেরে গেলেও রুপোর পদক পেয়ে নজির গড়লেন আমদাবাদের কন্যা।
২০০৪ সালে টেবিল টেনিস খেলা শুরু করেন ভাবিনা।
ভাবিনার স্বামী নিকুল পটেল গুজরাতে অনূর্ধ্ব ১৯ পর্যায়ে ক্রিকেট খেলেছেন। পরে পারিবারিক ব্যবসা সামলানোর জন্য আর বাইশ গজে সেভাবে সুযোগ না পেয়ে ক্রিকেট ছেড়ে দেন। এখন তিনিই ভাবিনার সবসময়ের সঙ্গী।
নিকুল জানিয়েছেন, টেবিল টেনিসে ভাবিনার সফরটা মসৃণ ছিল না।
প্র্যাক্টিসের জন্য রোজ দুবার বাস বদল করে ও অটোয় চেপে দীর্ঘ পথ পাড়ি দিতে হতো। সেই সঙ্গে ক্রাচ নিয়ে আমদাবাদের ব্যস্ত রাস্তা পেরতে হতো।
নিকুল জানিয়েছেন, বিদেশে খেলতে গিয়ে অনেক প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করতে হয়েছে ভাবিনাকে। চিনে গিয়ে বরফের ওপর দিয়ে তাঁকে নিজেই নিজের হুইলচেয়ার ঠেলে যেতে হয়েছিল।
টেবিল টেনিস বোর্ডের কৃতী অ্যাথলিট রাঁধেনও ভাল। কেন্দ্রীয় সরকারি চাকরি করেন ভাবিনা। ছবি - সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া
- - - - - - - - - Advertisement - - - - - - - - -