Ballon d'Or: ব্যালন ডি'অর জিতলেন বেঞ্জেমা, প্রথম ১০-এ আর কোন ফুটবলাররা রয়েছেন?
প্রত্যাশা ছিলই, সেই মতোই এ বারের ব্যালন ডি'অর চ্যাম্পিয়ন হয়েছেন করিম বেঞ্জেমা। গত মরসুমে ক্লাবের হয়ে ৪৪টি গোল করে সেরা হলেন করিম।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগত মরসুমে আফকন জেতার পাশাপাশি লিভারপুলের হয়ে লিগ কাপ ও এফএ কাপ জিতেছিলেন সাদিও মানে। তিনি তালিকায় দ্বিতীয় স্থানে শেষ করলেন।
প্রিমিয়ার লিগজয়ী ম্যাঞ্চেস্টার সিটির মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন ব্যালন ডি'অরের তালিকায় তৃতীয় হয়েছেন।
বর্ষসেরা ফরোয়ার্ড নির্বাচিত হলেও, বর্ষসেরা ফুটবলারদের তালিকায় চাপ নম্বরেই শেষ করলেন রবার্ট লেওয়ানডস্কি।
সাদিও মানের প্রাক্তন লিভারপুল সতীর্থ মহম্মদ সালাহ এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন।
ফ্রান্স তথা পিএসজির ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেকে ষষ্ঠ স্থানে রাখা হয়েছে।
ফ্রান্স ফুটবলের বিচারে রিয়াল মাদ্রিদের থিবো কুর্তোয়া সেরা গোলকিপার নির্বাচিত হয়েছেন। তিনি সেরা ফুটবলারের তালিকায় সপ্তম স্থানে শেষ করেছেন।
গত মরসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গোল করে রিয়াল মাদ্রিদকে জিতিয়েছিলেন ভিনিসিয়াস জুনিয়ার। তিনি তালিকায় অষ্টম স্থানে রয়েছেন।
প্রাক্তন ব্যালন ডি'অর জয়ী লুকা মদ্রিচ এ মরসুমের তালিকায় নবম স্থানে শেষ করেছেন।
বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যাঞ্চেস্টার সিটিতে এ মরসুমে যোগ দেওয়া আরলিং হালান্ড আগুনে ফর্মে রয়েছেন। তিনি ফ্রান্স ফুটবলের বিচারে দশম স্থানে রয়েছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -