Highest Run Getter 2023: বিরাট, স্মিথদের জমানা শেষ, ২০২৩-এ টেস্ট ক্রিকেটকে শাসন করেছেন কোন কোন ব্য়াটার?
গত বছর টেস্টে সর্বাধিক রান সংগ্রাহকের তালিকায় দশ নম্বরে রয়েছেন শ্রীলঙ্কার ওপেনার দিমূথ করুণারত্নে। ৬ ম্য়াচ খেলে মোট ৬০৮ রান করেছেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appইংল্যান্ডের ওপেনার বেন ডাকেট রয়েছেন তালিকায় নবম স্থানে। তিনি ৮ ম্যাচ খেলে ৬৫৪ রান করেছেন।
বিরাট কোহলি এই তালিকায় আট নম্বরে রয়েছেন। তিনি ৮ ম্যাচে গত বছর ৬৭১ রান করেছেন।
নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন টেস্টে গত বছর ৭টি ম্যাচ খেলেছেন। তিনি মোট ৬৯৫ রান করেছেন।
ইংল্যান্ডের তরুণ ব্যাটার হ্যারি ব্রুক ৮ ম্যাচ খেলে গত বছর টেস্ট ফর্ম্যাটে ৭০১ রান করেছেন।
ইংল্য়ান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুচ ৭ ম্যাচ খেলে ৭৮৭ রান করেছেন টেস্ট ফর্ম্যাটে গত বছর।
গত বছর টেস্টে মোট ১৩টি ম্যাচ খেলেছেন লাবুশেন। এই অজি ব্যাটার মোট ৮০৩ রান করেছেন।
বিশ্বকাপ ও গত টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল জয়ের নায়ক ট্রাভিস হেড ২০২৩ সালে ১২ ম্যাচ খেলে ৯১৯ রান করেছেন লাল বলের ফর্ম্যাটে।
তালিকায় দ্বিতীয় স্থানে অজি তারকা ব্য়াটার স্টিভ স্মিথ। ১৩ ম্য়াচ খেলে ৯২৯ রান করেছেন তিনি।
এই তালিকায় শীর্ষে রয়েছেন দুরন্ত ফর্মে থাকা উসমান খাওয়াজা। ১৩ ম্য়াচ ঝুলিতে ১২১০ রান। বোঝাই যাচ্ছে যে সবার থেকে ধরাছোঁয়ার বাইরে তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -