Cricketer Quotes: ২২ গজে বিশ্বজুড়ে খ্য়াতি কুড়িয়েছেন, এই কিংবদন্তি ক্রিকেটারদের কথাগুলো সবারই অনুপ্রেরণা
এই তালিকায় থাকবেন কিংবদন্তি ক্যারিবিয়ান প্রাক্তন ক্রিকেটার ভিভ রিচার্ডস। তিনি একবার বলেছিলেন, ''অনেকেই বলে থাকেন যে জয়টাই সবচেয়ে বড় কথা নয়। কিন্তু আমার কাছে জয়টাই আসল। কারণ দিনের শেষে, হারা ব্যক্তির দিকে কেউ তাকায় না। তাই আমরা জিততে চাই সবসময়।''
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় একবার বলেছিলেন, ''প্রতিটা সকালে আমি ঘুম থেকে উঠি, আর ভাবি যে আমি যদি দেশের হয়ে রান করতে পারতাম আরও।''
বিশ্বকাপজয়ী প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং বলেছিলেন, ''প্রতিটা ব্যাটার যখন মাঠে নামে, তখন প্রতিপক্ষ দলের ফিল্ডাররা কোথায় আছে, তা দেখতে থাকে। আমি মাথায় সেটা আনিই না। আমি মাঠে নামলেই দেখি কোথায় গ্যাপ (ফাঁকা জায়গা) রয়েছে। সুযোগ তৈরি করার কথা বলতে চেয়েছেন পন্টিং।
কিংবদন্তি সচিন তেন্ডুলকর তরুণদের জন্য সবচেয়ে উপযোগী কথাটি বলেছিলেন। তিনি বলেছিলেন, ''কোনকিছু শর্টকাট পদ্ধতিতে আয়ত্ত করার চেষ্টা করো না। পরিশ্রম করে অর্জন করো। স্বপ্নের পেছনে ছোটাে। স্বপ্ন একদি সত্যি হবেই।''
ত্রিনিদাদের রাজপুত্র, ক্যারিবিয়ান ক্রিকেটের কিংবদন্তি ব্রায়ান লারা বলেছিলেন, ''আমার প্রথম খেলার ব্যাট ছিল নাড়কেলের গাছের পাতার। সেই থেকেই আমি ক্রিকেট খেলার জন্য যা যা করণীয়, তা শুরু করে দিয়েছিলাম।''
বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক ও কিংবদন্তি অলরাউন্ডার কপিল দেব বলেছিলেন, ''যদি তুমি কিছু অর্জন করতে চাও, কিছু করতে চাও, তখন সবসময় এটা ভাবলে হবে না যে কোন জিনিসটা তোমার কাছে নেই।''
পাকিস্তানের বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক ইমরান খান একবার বলেছিলেন, ''নিজের স্বপ্নপূরণের জন্য আপোস করো, কিন্তু স্বপ্নপূরণের পথে কোনও আপোস করো না।''
। ভারতীয় দলের হেডকোচ ও প্রাক্তন ক্রিকেটার কিংবদন্তি রাহুল দ্রাবিড় বলেছিলেন, ''তুমি কখনও একটা ম্য়াচ হারবে বা জিতবে এই জন্য না যে কোনও ১১ জনকে তুমি পছন্দ করেছ। তার অন্যতম কারণ হবে যে সেই ১১ জন কেমন পারফর্ম করেছে মাঠে তার ওপর।''
মহেন্দ্র সিংহ ধোনির জনপ্রিয়তা সম্পর্কে গোটা বিশ্ব জানে। সমালোচনার সঙ্গে কীভাবে লড়তে হবে, সেই প্রসঙ্গে দেশের জার্সিতে দুটো বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেছিলেন, ''তুমি কখনওই দর্শকদের জন্য খেলাে না, তুমি দেশের জন্য খেলতে নামো।''
সুইং সুলতান পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম আক্রম বলেছিলেন, ''প্রথমেই তুমি নিজে সেরা, সেটা ভাবা অভ্যেস করো, কারণ উল্টোদিকে সবাই তোমার থেকে বিপরীত ভাববে।''
- - - - - - - - - Advertisement - - - - - - - - -