বছর শেষে ফুটবল বিশ্বকাপ, দেখে নিন সেরা ১০ রেফারিকে

Top Referees : র্মানির প্রাক্তন রেফারি মার্কাস মার্ক। বুন্দেশলিগায় সবচেয়ে বেশি ম্যাচ পরিচালনা করেছেন। ১৯৯২ সালে বার্সেলোনা অলিম্পিকেও ম্যচ পরিচালনার দায়িত্বে ছিলেন। চলতি বছরেই ফুটবল বিশ্বকাপ রয়েছে।

তালিকায় ইতালির কলিনা

1/10
ফ্রান্সের প্রাক্তন রেফারি মিচেল ভায়ট্রট ১৯৮২ বিশ্বকাপে দুই ম্যাচ এবং ১৯৯০ বিশ্বকাপে তিন ম্যাচ পরিচালনা করেন। পাশাপাশি ১৯৯৩ ক্লাব বিশ্বকাপের ফাইনাল ম্যাচও পরিচালনা করেন তিনি।
2/10
বেলজিয়ামের রেফারি ফ্রাঙ্ক ডি ব্লেকের। ২০০০-২০১৩ পর্যন্ত রেকর্ড ৭ বার সেরা রেফারি নির্বাচতিত হয়েছিলেন। ২০০৬-২০১০ বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করেন।
3/10
হাঙ্গেরির রেফারি স্যান্ডোর ফল। ১৯৯৪ বিশ্বকাপ তাঁর কেরিয়ারের অন্যতম সেরা। তবে সেই বিশ্বকাপে ইতালি-স্পেনের একটি ম্যাচে স্যান্ডোর সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হয়েছিল।
4/10
জার্মানির প্রাক্তন রেফারি মার্কাস মার্ক। বুন্দেশলিগায় সবচেয়ে বেশি ম্যাচ পরিচালনা করেছেন। ১৯৯২ সালে বার্সেলোনা অলিম্পিকেও ম্যচ পরিচালনার দায়িত্বে ছিলেন।
5/10
২০০৫ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ফিফার অন্তর্ভুক্ত রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন ইংল্যান্ডের হাওয়ার্ড ওয়েব। ২০১০ সালে বর্ষসেরা রেফারি হিসেবে নির্বাচিত হন।
6/10
২০০৩ সাল থেকে ম্যাচ পরিচালনা করছেন পর্তুগালের পেদ্রো পোরেন্সা। ২০১৪ সালে বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচে পরিচালনার দায়িত্ব সামলেছেন।
7/10
বিশ্ব ফুটবলের সর্বকালের সেরা রেফারি বলা হয় কলিনা। ইতালির এই রেফারি ১৯৯৫ সাল থেকে টানা ৬ বছর ফিফার সেরা রেফারি হিসেবে নির্বাচিত হন। ২০০২ বিশ্বকাপ ফুটবলের ফাইনালে তিনিই ছিলেন মূল রেফারি।
8/10
৬ ফুট ৬ ইঞ্চি উচ্চতার ডেনমার্কের প্রাক্তন রেফারি। ১৫৪ টি আন্তর্জাতিক ম্যাচ এবং ৫৪ টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ পরিচালনা করেছেন তিনি। ১৯৯৮ ও ২০০২ বিশ্বকাপ ফাইনালে দায়িত্ব সামলেছেন।
9/10
এই ড্যানিশ রেফারিকে বিবেচনা করা হয় ডেনমার্কের আধুনিক রেফারিংয়ের জনক হিসেবে। ১৯৯০ ও ১৯৯৪ বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করেছেন তিনি।
10/10
৪৪ বছরের তুর্কির অন্যতম সেরা রেফারি। তুরস্ক প্রিমিয়ার লিগে রেকর্ড ২০০ ম্যাচ পরিচালনার নজির গড়েছেন।
Sponsored Links by Taboola