Top 10 Richest Cricketer: বিশ্বের সেরা ১০ ধনী ক্রিকেটারের তালিকায় ৫ ভারতীয়, দেখে নিন পুরো তালিকা
এই তালিকায় দশ নম্বর স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার শেন ওয়াটসন। ৩০০-র ওপর আন্তর্জাতিক ম্যাচে ১০৯৫০ রান করেছেন। রয়েছে ২৮১ উইকেটও। তাঁর সম্পত্তির পরিমান ভারতীয় অঙ্কে ২২১ কোটি টাকা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০১১ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের নায়ক, সিরিজ সেরা ও ভারতের প্রাক্তন তারকা অলরাউন্ডার যুবরাজ সিংহ রয়েছেন নয় নম্বরে। তাঁর সম্পত্তির পরিমান ২৫৮ কোটি টাকা।
টেস্টে ২টো ত্রিশতরানের মালিক। বিধ্বংসী ওপেনার হিসেবেই বিশ্ব ক্রিকেটে পরিচিতি ছিল বীরেন্দ্র সহবাগের। তাঁর সম্পত্তির পরিমান ২৯৫ কোটি টাকা ভারতীয় অঙ্কে।
প্রয়াত কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্নও তালিকায় রয়েছেন। তিনি সপ্তম স্থানে রয়েছেন। তাঁর সম্পত্তির পরিমান ভারতীয় অঙ্কে ৩৬৫ কোটি টাকা।
কিংবদন্তি ক্যারিবিয়ান ক্রিকেটার ব্রায়ান চার্লস রাজপুত্র ৪১৫ কোটি টাকা সম্পত্তির মালিক। টেস্টে একমাত্র প্লেয়ার হিসেবে চারশো অপরাজিত রানের ইনিংস খেলেছিলেন লারা।
তালিকায় পঞ্চম স্থানে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অলরাউন্ডার জ্যাক কালিস। ভারতীয় অঙ্কে ৫৩২ কোটি টাকার মালিক কালিস।
বিশ্বকাপজয়ী অজি অধিনায়ক রিকি পন্টিং রয়েছেন চতুর্থ স্থানে। তিনি ভারতীয় অঙ্কে প্রায় ৫৭২ কোটি টাকার সম্পত্তির মালিক।
মহেন্দ্র সিংহ ধোনি ভারতীয় ক্রিকেটের প্রাণভোমরা। অবসরের পরও তাঁকে নিয়ে কৌতূহলের অন্ত নেই। তিনি ৮৬০ কোটি টাকা সম্পত্তির মালিক।
প্রাক্তন ভারত অধিনায়ক ও ভারতীয় ক্রিকেট দলের পোস্টার বয় বিরাট কোহলি রয়েছেন তালিকায় দ্বিতীয় স্থানে। তিনি ৯৫০ কোটি টাকা সম্পত্তির মালিক।
এই তালিকায় শীর্ষে কিংবদন্তি সচিন তেন্ডুলকর। মাস্টার ব্লাস্টারই বিশ্বের একমাত্র ব্যাটাক যাঁর ঝুলিতে রয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরি। তাঁর সম্পত্তির পরিমানও আকাশছোঁয়া। তিনি ১২৫০ কোটি টাকা সম্পত্তির মালিক।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -