Youngest Circketer: ২২ গজে অনেক কম বয়সেই অভিষেক হয়েছিল এই ১০ ক্রিকেটারের
১৯৮৮ সালে মাত্র ১৬ বছর ১৮৯ দিন বয়সে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল আকিব জাভেদের। যদিও ওয়ান ডে ফর্ম্যাটে বেশি সাফল্য পেয়েছেন তিনি। ১৬৩ ওয়ান ডে ম্যাচ ১৮২ উইকেট নিয়েছেন তিনি ওয়ান ডে-তে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০১৯ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৬ বছর ২৭৯ দিন বয়সে টেস্টে অভিষেক হয় পাকিস্তানের তরুণ পেসার নাসিম শাহের।
মুস্তাক মহম্মদ ১৫ বছর ১২৪ দিন বয়সে পাকিস্তানের জার্সিতে টেস্টে অভিষেক করেন। ১৯৫৯ সালে অভিষেকের পর থেকে ১০টি টেস্ট খেলেছেন তিনি। ৫৭টি টেস্ট খেলেছেন, ১০টি ওয়ান ডে।
পাকিস্তানের জার্সিতে ১৯৯৬ সালে হাসান রাজা জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৪ বছর ২২৭ দিন বয়সে টেস্টে অভিষেক করেছিলেন।
১৬ বছর ২২১ দিন বয়সে পাকিস্তানের আফতাব বালোচ ১৯৬৯ সালে টেস্টে অভিষেক করেন। যদিও কেরিয়ারে মাত্র ২ টো টেস্টই খেলেছিলেন তিনি।
১৬ বছর ২০৫ দিন বয়সে পাকিস্তানের বিরুদ্ধে ১৯৮৯ সালে টেস্টে অভিষেক হয় সচিন তেন্ডুলকরের। তিনি আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৩৫ হাজার রান করেছেন।
১৫ বছর ১২৮ দিন বয়সে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২০০১ সালে টেস্টে অভিষেক হয় মহম্মদ শারিফের। ১০টি টেস্ট ও ৯টি ওয়ান ডে খেলেন তিনি তাঁর কেরিয়ারে।
২০০৩ সালে মাত্র ১৬ বছর ৩২০ দিন বয়সে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে অভিষেক হয় এনামুল হক জুনিয়রের।
১৬ বছর ২৪৮ দিন বয়সে পাকিস্তানের নাসিম উল ঘানি ১৯৫৮ সালে টেস্টে অভিষেক করেন।
২০০২ সালে বাংলাদেশের তালহা জুবের ১৬ বছর ২২৩ দিন বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তালহা জুবেরের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -