IPL 2023: দুশোর বেশি রান তাড়া করে দুরন্ত জয়, চলতি আইপিএলে রোমাঞ্চ ছড়িয়ে এই ম্যাচগুলো
আরসিবির বিরুদ্ধে ২১৩ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছিল লখনউ সুপারজায়ান্টস।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচিন্নাস্বামীতে বেঙ্গালুরুর হোম গ্রাউন্ডে অর্ধশতরান হাঁকিয়ে লখনউয়ের জয় নিশ্চিত করেছিলেন নিকোলাস পুরান ও মার্কাস স্টোইনিস।
মোহালিতে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ২১৫ রান তাড়া করতে নেমে দুরন্ত জয় ছিনিয়ে নেয় রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্স।
ঈশান কিষাণ ৪১ বলে ৭৫ রানের ইনিংস খেলেন। অন্য়দিকে সূর্যকুমার যাদব ৬৬ রান করে দলের জয় নিশ্চিত করেন।
চেন্নাইয়ের ঘরের মাঠ চিপকে পাঞ্জাব কিংস ২০১ রান তাড়া করতে নেমে জয় ছিনিয়ে নিয়েছিল।
প্রভসিমরন সিংহ ৪২ রান করেন। ঝোড়ো ৪০ রানের ইনিংস খেলেন লিয়াম লিভিংস্টোন। পাঞ্জাবও জয় ছিনিয়ে নেয়।
যশস্বী জয়সওয়ালের ১২৪ রানের সুবাদে বোর্ডে ২১৩ রান তুলেছিল রাজস্থান। সেই রান তাড়া করতে নেমে জয় ছিনিয়ে নেয় মুম্বই ইন্ডিয়ান্স।
৫৫ রানের ইনিংস খেলেন সূর্যকুমার যাদব। অন্যদিকে ১৪ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন টিম ডেভিড। মুম্বইকে জয় এনে দেন।
কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাত টাইটান্স ম্যাচের উল্লেখ করতেই হবে। ২০৫ রান তাড়া করতে নেমে ম্যাচ জিতে যায় নাইটরা।
এই ম্য়াচেই রিঙ্কু সিংহ শেষ পাঁচ বলে পাঁচটি ছক্কা হাঁকিয়ে কেকেআরকে ঐতিহাসিক জয় এনে দেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -