Ashes 2023: ৪১ পূর্ণ করলেন অ্য়ান্ডারসন, জন্মদিনে ফিরে দেখা তারকা পেসারের সেরা নজিরগুলো
আজ ইংল্য়ান্ডের তারকা পেসার জেমন অ্যান্ডারসনের জন্মদিন। ৪১ বছর পূর্ণ করলেন তারকা ইংরেজ পেসার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনিজের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে মোট ৩৯৬ ম্যাচ খেলেছেন অ্যান্ডারসন। চলতি অ্যাশেজের পঞ্চম টেস্টেও ইংল্যান্ড দলের সদস্য তিনি।
২০১০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে জিতেছিল ইংল্যান্ড। সেই দলের সদস্য ছিলেন অ্যান্ডারসন। কুড়ির ফর্ম্যাটে ১৯ ম্য়াচে ১৮ উইকেট নিয়েছেন।
৩৪ বার টেস্টে এক ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন। ম্যাচে ১০ উইকেট নিয়েছেন তিনবার।
টেস্ট খেলার নিরিখে সর্বাধিক টেস্ট খেলেছেন সচিন তেন্ডুলকর। তিনি ২০০ টেস্ট খেলেছেন। তাঁর পরেই রয়েছেন অ্য়ান্ডারসন।
আন্তর্জাতিক টেস্ট কেরিয়ারে সর্বাধিক উইকেট সংগ্রহকারীর তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন অ্যান্ডারসন। তাঁর আগে শুধু রয়েছেন মুত্থাইয়া মুরলিধরন ও শেন ওয়ার্ন।
১৯৪টি ওয়ান ডে খেলেছেন অ্যান্ডারসন। মোট ২৬৯ উইকেট নিয়েছেন। সেরা বোলিং ফিগার ২৩/৫।
পঞ্চম বোলার হিসেবে টেস্টে পাঁচশো বা তার বেশি উইকেট নিয়েছেন অ্যান্ডারসন। চতুর্থ দ্রুততম বোলার হিসেবে ৬০০ উইকেটের মালিক হয়েছেন অ্যান্ডারসন।
টেস্টে অ্যান্ডারসনের সেরা বোলিং ফিগার ৪২/৭। ২৬.৩৪ গড়ে বোলিং করেছেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -