World Cup: পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের মঞ্চে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর কোন ভারতীয়র ঝুলিতে?
তালিকায় সবার আগে রয়েছেন রোহিত শর্মা। ভারত অধিনায়ক ২০১৯ বিশ্বকাপে ১১৩ বলে ১৪০ রানের ইনিংস খেলেছিলেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনিজের ইনিংসে সেদিন রোহিত ১৪টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকিয়েছিলেন। তার মধ্য়ে একটি ছক্কা আপার কাটে মেরেছিলেন হিটম্যান।
তালিকায় দ্বিতীয় স্থানে প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ১২৬ বলে ১০১ রান করেছিলেন।
২০১৫ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মাটিতে এই ইনিংস খেলেছিলেন পাকিস্তানের বিরুদ্ধে। বড় স্কোর বোর্ডে তুলেছিল সেই ম্যাচ ভারত।
সচিন তেন্ডুলকর নিঃসন্দেহে থাকবেন এই তালিকায় তৃতীয় স্থানে। ২০০৩ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলেছিলেন সচিন।
৭৫ বলে ৯৮ রানের ইনিংস খেলেছিলেন মাস্টার ব্লাস্টার। শতরান না পেলেও সচিনের ওয়ান ডে কেরিয়ারের অন্য়তম সেরা ইনিংস এটি।
তালিকায় রয়েছেন নভজ্যোৎ সিংহ সিঁধু। ১৯৯৬ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত ইনিংস খেলেছিলেন প্রাক্তন ভারতীয় ওপেনার।
সিঁধু ১১৫ বলে ৯৩ রানের ইনিংস খেলেছিলেন সেই ম্যাচে।
তালিকায় প্রথম পাঁচে সবার শেষে রয়েছেন ফের সচিনই। ২০১১ বিশ্বকাপেও পাক দলের বিরুদ্ধে স্মরণীয় ইনিংস খেলেছিলেন তিনি।
সচিন ২০১১ বিশ্বকাপে সেমিফাইনালে ১১৫ বলে ৮৫ রানের ইনিংস খেলেন ১১টি বাউন্ডারির সাহায্যে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -