ICC: কোনও একটি নির্দিষ্ট দলের বিরুদ্ধে সর্বাধিক ওয়ান ডে সেঞ্চুরি, এক ঝলকে প্রথম পাঁচ ভারতীয়
তালিকায় সবার আগে রয়েছেন বিরাট কোহলি। তিনি তিন ফর্ম্যাটেই ভারতের জার্সিতে সমান ছন্দে ব্যাটিং করেছে গত এক দশক ধরে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে ফর্ম্যাটে এখনও পর্যন্ত ১০টি শতরান হাঁকিয়েছেন কিংগ কোহলি। যা এখনও পর্যন্ত কোনও ব্য়াটারের হাঁকানো সর্বাধিক শতরান।
তালিকায় দ্বিতীয় স্থানেও রয়েছেন বিরাটই। এবার প্রতিপক্ষ ক্যারিবিয়ান শিবির। তাদের বিরুদ্ধে ৪৩টি ম্যাচ খেলেছেন কোহলি।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এখনও পর্যন্ত ওয়ান ডে ফর্ম্যাটে বিরাটের ব্যাট থেকে এসেছে ৯টি শতরান। সংখ্যাটা যে নিঃসন্দেহ আরও বাড়বে আগামীতে, তা বলার অপেক্ষা রাখে না।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন সচিন তেন্ডুলকর। অজিদের বিরুদ্ধে সর্বাধিক ওয়ান ডে শতরান সচিনের ব্যাটেই রয়েছে।
মাস্টার ব্লাস্টার তাঁর ওয়ান ডে কেরিয়ারে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯টি সেঞ্চুরি হাঁকিয়েছেন।
তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন বর্তমান ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। তিনিও ওয়ান ডে-তে সবচেয়ে সফল অজিদের বিরুদ্ধেই।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এখনও পর্যন্ত মোট ৮টি সেঞ্চুরি ওয়ান ডে ফর্ম্যাটে হাঁকিয়েছেন।
তালিকায় সবার শেষে ফের বিরাট কোহলির নাম। তিনিও ডনের দেশের বিরুদ্ধে ওয়ান ডে ফর্ম্যাটে সফল হয়েছেন।
এখনও পর্যন্ত অজিদের বিরুদ্ধে ৫০ ওভারের ফর্ম্যাটে মোট ৮টি সেঞ্চুরি হাঁকিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়কও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -