ODI World Cup: ওয়ান ডে বিশ্বকাপের পাকিস্তানের বিরুদ্ধে সবচেয়ে সফল পাঁচ ভারতীয় বোলার
ওয়ান ডে বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে সবচেয়ে সফল ভারতীয় বোলারদের মধ্যে তালিকায় শীর্ষে ভেঙ্কটেশ প্রসাদ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএকমাত্র ভারতীয় বোলার হিসেবে পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের মঞ্চে এক ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন ভেঙ্কটেশ। মোট ৮ উইকেট ঝুলিতে পুরেছেন তিনি।
তালিকায় দ্বিতীয় স্থানে প্রাক্তন ভারতীয় পেসার জাভাগাল শ্রীনাথ। নব্বইয়ের দশকে ভারতের সেরা পেসার ছিলেন তিনি।
শ্রীনাথ মোট ৪ ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপে খেলেছেন। ঝুলিতে পুরেছেন ৭ উইকেট।
অনিল কুম্বলে ভারতের প্রাক্তন লেগস্পিনার। কিংবদন্তি এই স্পিনার ভারতের হয়ে টেস্টে সর্বােচ্চ উইকেট নিয়েছেন।
পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের মঞ্চে মোট ৩ ম্যাচ খেলে ঝুলিতে ৫ উইকেট পুরেছিলেন কুম্বলে।
তালিকায় চতুর্থ স্থানে ভারতের প্রাক্তন পেসার জাহির খান। ২০১১ বিশ্বকাপে ভারতের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে জাহিরের অবদান ছিল অনস্বীকার্য।
বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে মোট ৪ উইকেট নিয়েছেন জাহির। ইকনমি ৬-র নীচে।
তালিকায় সবার শেষে আছেন বর্তমান ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ শামি। এবারের বিশ্বকাপেও পাকিস্তানের বিরুদ্ধে নামতে পারেন শামি।
এখনও পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে ১ বারই পাকিস্তানের বিরুদ্ধে খেলেছেন শামি। ৩৫ রানের বিনিময়ে সেই ম্যাচে ৪ উইকেট তুলে নিয়েছিলেন ডানহাতি পেসার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -