India Test Team: ওয়েস্ট ইন্ডিজ সফরে পূজারার বিকল্প হয়ে উঠতে পারেন এই পাঁচ তারকা
IND vs WI: টানা খারাপ পারফরম্যান্স। ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও ২ ইনিংসে ব্যর্থ হয়েছিলেন। চেতেশ্বর পূজারা ওয়েস্ট ইন্ডিজ সফরে জাতীয় দল থেকে বাদ পড়েছেন।
রুতুরাজ গায়কোয়াড
1/10
ভারতীয় টেস্ট দলের সদস্য শুভমন গিল। রোহিত শর্মার সঙ্গে ওপেনে নামবেন তিনি। এখনও পর্যন্ত ১৬টি টেস্ট খেলেছেন।
2/10
এখনও পর্যন্ত টেস্ট কেরিয়ারে ২টো সেঞ্চুরি হাঁকিয়েছেন গিল। গড় ৩৯.৯০। ক্য়ারিবিয়ান সফরে ব্য়াট হাতে জ্বলে উঠতে পারেন তিনি।
3/10
অজিঙ্ক রাহানে টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফের জাতীয় দলে প্রত্যাবর্তন করেছেন। ব্যাট হাতে ভারতের সর্বাধিক রান স্কোরার ছিলেন রাহানে ফাইনালে।
4/10
প্রথম ইনিংসে ৮৯ ও দ্বিতীয় ইনিংসে ৪৬ রান করেছিলেন রাহানে। ওয়েস্ট ইন্ডিজ সফরে সহ অধিনায়কও ছিল। মিডল অর্ডারে রাহানের দিকে তাকিয়ে থাকবে ম্যানেজমেন্ট।
5/10
গত বছর সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওযান ডে ক্রিকেটে অভিষেক হয়েছিল রুতুরাজ গায়কোয়াডের। টেস্টেও তাঁর দিকে নজর থাকবে।
6/10
ঘরোয়া ক্রিকেটে ২৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। ৩টি সেঞ্চুরি হাঁকিয়েছেন রুতুরাজ। পূজারার বিকল্প হয়ে উঠতে পারেন তিনিও।
7/10
বিরাট কোহলির নাম এই তালিকায় দেখে অনেকেই চমকে উঠবেন। কারণ কিংগ কোহলি ভারতীয় টেস্ট দলের অভিজ্ঞ ব্যাটার। প্রাক্তন অধিনায়কও তিনি।
8/10
২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে এসেছিলেন যখন, তখন বিরাট কোহলি তিন নম্বর স্লটেই ব্যাটিং করতেন। আসন্ন সিরিজেও তাঁকে তিন নম্বর স্লটে দেখা যেতে পারে।
9/10
তরুণ ওপেনার যশস্ব জয়সওয়ালের নাম রয়েছে টেস্ট স্কোয়াডে। প্রথম একাদশে সুযোগ পেলে পূজারার বিকল্প হয়ে উঠতে পারেন তিনি।
10/10
২১ বছরের তরুণ আইপিএলে ১৪ ম্য়াচে ৬২৫ রান করেছিলেন। ঘরোয়া ক্রিকেটেও ধারাবাহিক পারফর্মার। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও স্ট্যান্ডবাই প্লেয়ার হিসেবে ইংল্যান্ডে উড়ে গিয়েছিলেন জয়সওয়াল।
Published at : 24 Jun 2023 05:04 PM (IST)