Ashes Stat: ঐতিহাসিক অ্যাশজের ইতিহাসে সর্বাধিক ৫ রান সংগ্রাহক কে কে?
এই তালিকায় সবার আগে রয়েছেন ডন ব্র্যাডম্যান। অ্যাশেজে মোট ৩৭টি ম্যাচ খেলেছেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রয়াত কিংবদন্তি এই অজি ব্যাটার ৮৯.৫০ গড়ে ৫০২৮ রান করেছেন। ডনের ঝুলিতে রয়েছে অ্যাশেজে ১৯টি সেঞ্চুরি ও ১২টি অর্ধশতরান।
ইংল্যান্ডের জ্যাক হবস রয়েছেন তালিকায়। তিনি মোট ৪১টি ম্যাচ খেলেছেন।
প্রাক্তন এই ইংরেজ ক্রিকেটার ৩৬৩৬ রান করেছেন। গড় ৫৪.২৬। মোট ১২টি সেঞ্চুরি ও ১৫টি হাফ সেঞ্চুরি করেছেন হবস।
তৃতীয় স্থানে রয়েছেন অ্যালান বর্ডার। বিশ্বকাপজয়ী প্রাক্তন অজি অধিনায়ক অ্যাশেজে ৪২টি ম্যাচ খেলেছেন।
৫৫.৫৫ গড়ে মোট ৩২২২ রান বর্ডার করেছেন অ্যাশেজে। মোট ৭টি সেঞ্চুরি ও ১৯টি অর্ধশতরান হাঁকিয়েছেন বর্ডার। সর্বোচ্চ অপরাজিত ২০০।
তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন স্টিভ ওয়া। ৯০-এর দশকে অজি ব্যাটিং লাইন আপের অন্যতম স্তম্ভ ছিলেন ওয়া। তিনি মোট ৪৫ ম্যাচ খেলেছেন।
৫৮.৭৫ গড়ে ৩১৭৩ রান করেছেন স্টিভ ওয়া। তিনি অ্যাশেজে মোট ১০টি শতরান ও ১৪টি অর্ধশতরান হাঁকিয়েছেন।
স্টিভ স্মিথ রয়েছেন এই তালিকায়। তিনি অ্যাশেজে মোট ১০টি ম্যাচ খেলেছেন এখনো পর্যন্ত। আসন্ন অ্যাশেজের আগামী ৫ ম্যাচেও খেলবেন স্মিথ।
মোট ৩০৪৪ রান করেছেন স্মিথ অ্যাশেজে। গড় ৫৯.৬৮। ১১টি সেঞ্চুরি ও ১১টি অর্ধশতরান হাঁকিয়েছেন ডানহাতি এই অজি ব্যাটার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -