Gianluigi Buffon: ২৮ বছরের দীর্ঘ কেরিয়ার, ফিরে দেখা কিংবদন্তি বুঁফোর তেকাঠির নীচে সেরা পাঁচ সেভ
Gianluigi Buffon Update:২৮ বছরের দীর্ঘ কেরিয়ার। তেকাঠির নীচে বরাবরই স্বপ্রতিভ জিয়ানলুইগি বুঁফো। ৪৬-এ এসে থামার সিদ্ধান্ত নিয়েছেন ইতালির বিশ্বকাপজয়ী গোলরক্ষক।
জিয়ানলুইগি বুঁফো (এএনআই)
1/8
এএস রোমার বিরুদ্ধে ২০০৭ সালে একটি ম্যাচে দুরন্ত সেভ করেছিলেন বুঁফো। পরপর ২টো সেভ করেন তিনি।
2/8
রোমার স্ট্রাইকারের লো শট আটকানোর পর নীচে পরে ছিলেন বুঁফো। সেই পরিস্থিতিতেই পাল্টা শট করলে তাও আটকে দেন বুঁফো।
3/8
ইউয়েফা চ্য়াম্পিয়ন্স লিগের মঞ্চে ২০১৬ সালে লিঁয়র বিরুদ্ধে একটি ম্যাচে দুর্দান্ত সেভ করেছিলেন বুঁফো।
4/8
লিঁয়র ফুটবলারের শট আটকানো জন্য ঝাঁপিয়েছিলেন বুঁফো। কিন্তু রিফ্লেক্সে শট অন্য়দিকে প্রতিহত হয়। যার ফলে হাত দিয়ে সেই শট আটকে দেন ইতালির প্রাক্তন গোলরক্ষরক।
5/8
এসি মিলানের বিরুদ্ধে দুরন্ত সেভ করেছিলেন বুঁফো। ডানদিকে ঝাঁপিয়ে এক হাতে ফ্রি কিক থেকে শট আটকে দেন বুঁফো।
6/8
এসি মিলানের ফুটবলাররা পাল্টা শটে বল জালে জড়াতে উদ্যত হয়েছিলেন। কিন্তু সেবারও তাঁদের প্রতিহত করে দেন বুঁফো।
7/8
২০১৭ সালে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিরুদ্ধে দুরন্ত সেভ করেছিলেন বুঁফো। আন্দ্রে ইনিয়েস্তার শট এক হাতে আটকে দেন বর্ষীয়ান গোলরক্ষক।
8/8
২০০৩ সালে একটি ম্যাচে লুইস ফিগোর দুরন্ত শট আটকে দেন বুঁফো।
Published at : 05 Aug 2023 07:35 AM (IST)