IPL 2023: টি-টোয়েন্টি ক্রিকেটে বিরাটের সেরা পাঁচ ইনিংস
বিরাট কোহলি রান মেশিন। চলতি আইপিএলেও দুর্দান্ত ফর্মে রয়েছেন। ঝুলিতে পুরেছেন ১৩ ম্যাচে ৫৩৮ রান।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appটি-টোয়েন্টি ফর্ম্যাটে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক বিরাট। এখনও পর্যন্ত সাতটি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি।
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৬৩ বলে ১০০ রানের ইনিংস খেলেছিলেন বিরাট। ১২টি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকান তিনি।
২০১৯ সালের পর আইপিএলে শতরান পাননি তিনি। কিন্তু এই বছর ফের আইপিএলে সেঞ্চুরি হাঁকালেন কিংগ কোহলি। আরসিবিকেও প্লে অফের দৌড়ে টিকিয়ে রাখলেন।
চলতি আইপিএলে সেঞ্চুরির সঙ্গে সঙ্গে আরসিবি দলের কোহলি তাঁর প্রাক্তন সতীর্থ ক্রিস গেলের সঙ্গে যুগ্মভাবে সর্বাধিক ৬টি সেঞ্চুরির মালিক হলেন আইপিএলে।
একমাত্র ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৪ হাজার রানের মালিক বিরাট কোহলি। ১০৭ ইনিংসে তাঁর ঝুলিতে ৪০০৮ রান।
৫২.৭৩ গড়ে রান করেছেন বিরাট টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে। ঝুলিতে রয়েছে ১টি সেঞ্চুরি ও ৩২টি অর্ধশতরান। গত বছর এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টি-টোয়েন্টি সেঞ্চুরিটি হাঁকান কোহলি।
আইপিএলের ইতিহাসে সবচেয়ে ধারাবাহিক ব্যাটার বিরাট কোহলি। সর্বাধিক ৬ বার পাঁচশো বা তার বেশি রান এক মরসুমে করেছেন তিনি।
২০১৬ মরসুমে আইপিএলে ১৬ ম্য়াচে ৯৭৩ রান করেছিলেন কোহলি। যা এক মরসুমে কোনও ব্য়াটারের করা সর্বাধিক রান। এখনও পর্যন্ত এই রেকর্ড কেউ ভাঙতে পারেননি।
চলতি বছর অরেঞ্জ ক্যাপ জয়ের দৌড়ে চতুর্থ স্থানে রয়েছেন কোহলি। শীর্ষে রয়েছেন আরসিবি অধিনায়ক ও বিরাটের ওপেনিং পার্টনার ফাফ ডু প্লেসি। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যশস্বী জয়সওয়াল ও শুভমন গিল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -