IPL 2023: টি-টোয়েন্টি ক্রিকেটে বিরাটের সেরা পাঁচ ইনিংস

Virat Kohli Record: বিশ্ব ক্রিকেটে অন্যতম সেরা ব্যাটার গন্য করা হয় তাঁকে। চলতি আইপিএলেও দুর্দান্ত ফর্মে রয়েছেন। ঝুলিতে পুরেছেন ১৩ ম্যাচে ৫৩৮ রান। বিরাটের সেরা টি-টোয়েন্টি রেকর্ডগুলো দেখে নেওয়া যাক

হায়দরাবাদের বিরুদ্ধে সেঞ্চুরির পর বিরাট (ফাইল ছবি)

1/10
বিরাট কোহলি রান মেশিন। চলতি আইপিএলেও দুর্দান্ত ফর্মে রয়েছেন। ঝুলিতে পুরেছেন ১৩ ম্যাচে ৫৩৮ রান।
2/10
টি-টোয়েন্টি ফর্ম্যাটে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক বিরাট। এখনও পর্যন্ত সাতটি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি।
3/10
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৬৩ বলে ১০০ রানের ইনিংস খেলেছিলেন বিরাট। ১২টি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকান তিনি।
4/10
২০১৯ সালের পর আইপিএলে শতরান পাননি তিনি। কিন্তু এই বছর ফের আইপিএলে সেঞ্চুরি হাঁকালেন কিংগ কোহলি। আরসিবিকেও প্লে অফের দৌড়ে টিকিয়ে রাখলেন।
5/10
চলতি আইপিএলে সেঞ্চুরির সঙ্গে সঙ্গে আরসিবি দলের কোহলি তাঁর প্রাক্তন সতীর্থ ক্রিস গেলের সঙ্গে যুগ্মভাবে সর্বাধিক ৬টি সেঞ্চুরির মালিক হলেন আইপিএলে।
6/10
একমাত্র ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৪ হাজার রানের মালিক বিরাট কোহলি। ১০৭ ইনিংসে তাঁর ঝুলিতে ৪০০৮ রান।
7/10
৫২.৭৩ গড়ে রান করেছেন বিরাট টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে। ঝুলিতে রয়েছে ১টি সেঞ্চুরি ও ৩২টি অর্ধশতরান। গত বছর এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টি-টোয়েন্টি সেঞ্চুরিটি হাঁকান কোহলি।
8/10
আইপিএলের ইতিহাসে সবচেয়ে ধারাবাহিক ব্যাটার বিরাট কোহলি। সর্বাধিক ৬ বার পাঁচশো বা তার বেশি রান এক মরসুমে করেছেন তিনি।
9/10
২০১৬ মরসুমে আইপিএলে ১৬ ম্য়াচে ৯৭৩ রান করেছিলেন কোহলি। যা এক মরসুমে কোনও ব্য়াটারের করা সর্বাধিক রান। এখনও পর্যন্ত এই রেকর্ড কেউ ভাঙতে পারেননি।
10/10
চলতি বছর অরেঞ্জ ক্যাপ জয়ের দৌড়ে চতুর্থ স্থানে রয়েছেন কোহলি। শীর্ষে রয়েছেন আরসিবি অধিনায়ক ও বিরাটের ওপেনিং পার্টনার ফাফ ডু প্লেসি। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যশস্বী জয়সওয়াল ও শুভমন গিল।
Sponsored Links by Taboola