World Cup 2023: আসন্ন বিশ্বকাপে তাঁদের ব্যাটেই দেখা মিলতে পারে রানের ফুলঝুরি, নজরে কে কে?
তালিকায় থাকবেন বাবর আজম। প্রস্তুতি ম্যাচেও নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে রান পেয়েছেন। বিশ্বের ১ নম্বর ওয়ান ডে ব্যাটার। এই বছরে ১৬ ওয়ান ডে-তে ৭৪৫ রান করেছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতরুণ ভারতীয় তারকা ওপেনার শুভমন গিলের জন্য আসন্ন বিশ্বকাপ স্পেশাল হতে চলেছে। কেরিয়ারের প্রথম ওয়ান ডে বিশ্বকাপ। দুর্দান্ত ছন্দেও রয়েছেন এই পাঞ্জাব তনয়।
নিজের প্রথম বিশ্বকাপ খেলতে নামবেন প্রোটিয়া তারকা হেনরিচ ক্লাসেনও। এই বছরে এখনও পর্যন্ত ১১ ম্যাচে ৫২৭ রান করেছেন ওয়ান ডে ফর্ম্যাটে।
ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুট রয়েছেন তালিকায়। ২০১৯ বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা রয়েছে। ব্যাট হাতে ইংল্যান্ডের মিডল অর্ডারের প্রধান ভরসা রুট।
প্রাক্তন অজি অধিনায়ক স্টিভ স্মিথের দিকেও নজর থাকবে। সম্ভবত কেরিয়ারের শেষ বিশ্বকাপ। স্মরণীয় করে রাখতে চাইবেন বিশ্বের অন্য়তম সেরা এই ব্য়াটার।
অবশ্যই ভারতীয় ক্রিকেটপ্রেমীরা তাকিয়ে থাকবেন বিরাট কোহলি। প্রাক্তন ভারত অধিনায়কেরও এটাই হয়ত কেরিয়ারের শেষ ওয়ান ডে বিশ্বকাপ হতে চলেছে।
এই বছরে এখনও পর্যন্ত ১৬টি ওয়ান ডে ম্যাচ খেলে মোট ৬১২ রান করেছেন। বিশ্বকাপেও ছন্দ বজায় থাকুক বিরাটের ব্যাটে, এমনটাই চাইবেন সবাই।
তালিকায় আছেন রোহিত শর্মাও। ভারত অধিনায়ক হিসেবে ও ক্রিকেটার হিসেবেও শেষ বিশ্বকাপ খেলতে নামছেন হিটম্যান।
২০১৯ সালে বিশ্বকাপে পাঁচটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন রোহিত। এবারের বিশ্বকাপেও নিজের সেরা পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করবেন।
অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ওপেনার ডেভিড ওয়ার্নারও আগামী বছরই অবসর নেবেন। তার আগে এটাই শেষ বিশ্বকাপ। দেশের জার্সিতে আরও একটি বিশ্বকাপ জিততে চাইবেন ওয়ার্নার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -