World Cup 2023: ওপেনার হিসেবে নয়, ওয়ান ডে ফর্ম্যাটে মিডল অর্ডারে নেমে সর্বাধিক অর্ধশতরান হাঁকিয়েছেন তাঁরা
ওয়ান ডে ফর্ম্যাটে ওপেনার হিসেবে না নেমে সবচেয়ে বেশি অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appওয়ান ডে ফর্ম্যাটে বিরাট কোহলি মোট ১১৩ বার অর্ধশতরান ও তাঁর বেশি রানের ইনিংস খেলেছিলেন ওয়ান ডে ফর্ম্যাটে।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি তারকা ব্যাটার ও প্রাক্তন অধিনায়ক কুমার সাঙ্গাকারা।
ওয়ান ডে ফর্ম্যাটে বাঁহাতি সাঙ্গাকারা মোট ১১২ বার অর্ধশতরান বা তার বেশি রানের ইনিংস খেলেছেন।
বিশ্বকাপজয়ী প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিংও রয়েছেন এই তালিকায়। তৃতীয় স্থানে রয়েছেন তিনি।
ওয়ান ডে ফর্ম্যাটে পন্টিং মোট ১০৯ বার অর্ধশতরান বা তার বেশি রানের ইনিংস খেলেছিলেন।
প্রাক্তন প্রোটিয়া তারকা ও প্রাক্তন অধিনায়ক জ্যাক কালিস রয়েছেন তালিকায় চতুর্থ স্থানে।
ওয়ান ডে ফর্ম্যাটে মোট ১০২ বার অর্ধশতরান বা তার বেশি রানের ইনিংস খেলেছেন বিশ্বের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার।
তালিকায় সবার শেষে রয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক ও ভারতীয় ক্রিকেট দলের বর্তমান দলের কোচ রাহুল দ্রাবিড়।
দ্রাবিড় মোট ৯৫ বার অর্ধশতরান বা তার বেশি রানের ইনিংস খেলেছিলেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -