T20 International: আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিকবার ৫০-র গণ্ডি পার করার তালিকায় তৃতীয় বাবর, একে কে?

Babar Azam: আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিকবার ৫০ রানের গণ্ডি পার করার তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন বাবর আজম। এই তালিকায় প্রথম পাঁচজনের সিংহভাগই এশিয়ান।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন বাবর আজম (ছবি: বাবরের ট্যুইটার)

1/10
আইসিসির বিচারে বর্তমানে এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার মহম্মদ রিজওয়ান। তিনি পঞ্চম সর্বাধিকবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০ রানের গণ্ডি পার করেছেন।
2/10
রিজওয়ান মাত্র ৬১ ইনিংসে ২৩ বার ৫০ বার তাঁর অধিক রান করেছেন।
3/10
চতুর্থ স্থানে গত বারের টি-টোয়েন্টি বিশ্বকাপের টুর্নামেন্ট সেরা খেলোয়াড় ডেভিড ওয়ার্নার।
4/10
তিনি ৯৫টি টি-টোয়েন্টি ইনিংসে ২৫ বার ৫০-র অধিক রান করেছেন।
5/10
রিজওয়ানের সতীর্থ তথা ওপেনিং পার্টনার বাবর আজম তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন।
6/10
পাকিস্তান অধিনায়ক ৮৬ ইনিংসে ৩১ বার ৫০ রানের গণ্ডি পার করেছেন।
7/10
পাকিস্তান অধিনায়কের ঠিক আগের স্থানেই রয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রোহিতই সর্বোচ্চ রানের অধিকারী।
8/10
তবে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতীয় অধিনায়ক। তিনি মোট ১৩৪ টি ইনিংসে ৩২ বার ৫০-র অধিক রান করেছেন।
9/10
তালিকায় এক নম্বরে বিরাট কোহলি। রোহিতের থেকে দুইবার বেশি, ৩৪ বার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০ রানের গণ্ডি পার করেছেন কোহলি।
10/10
উপরন্তু রোহিতের থেকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩৩ ইনিংস কম, মোট ১০১টি ইনিংসই খেলেছেন বিরাট।
Sponsored Links by Taboola